TRENDING:

TMC: লোকসভার পরে রাজ্যের ১১ বিধানসভা আসনের উপনির্বাচনে সবকটিতে জয় তৃণমূলের, বেড়েছে ব্যবধান, পিছিয়ে থাকা আসনেও জয়

Last Updated:

লোকসভা ভোটের পরে রাজ্যে ১১ বিধানসভা আসনে উপনির্বাচন। এর সবকটিতেই জয় হাসিল করেছে তৃণমূল কংগ্রেস। পরিসংখ্যান বলছে এর মধ্যে চার আসনে লোকসভায় এগিয়ে ছিল বিজেপি। উপনির্বাচনে এই চার আসনেই ব্যবধান বাড়িয়ে জয় ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। বাকি সাত আসনেও ভোট বেড়েছে উল্লেখযোগ্য ভাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: লোকসভা ভোটের পরে রাজ্যে মোট ১১ বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছে। এর সবকটিতেই জয় হাসিল করেছে তৃণমূল কংগ্রেস। পরিসংখ্যান বলছে এর মধ্যে চার আসনে লোকসভায় এগিয়ে ছিল বিজেপি। উপনির্বাচনে এই চার আসনেই ব্যবধান বাড়িয়ে জয় ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। বাকি সাত আসনেও ভোট বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। এই পরিসংখ্যানকে হাতিয়ার করেই বিধানসভার প্রস্তুতিতে আত্মবিশ্বাসী শাসক দল। ধর্ম, বর্ণ, জাতি নয়, রাজ্যের উন্নয়ন আর কেন্দ্রের বঞ্চনা এই দুই ইস্যুকে সামনে রেখেই জোরদার প্রচার চালানোর সিদ্ধান্ত।
বেড়েছে ব্যবধান, পিছিয়ে থাকা আসনেও জয়
বেড়েছে ব্যবধান, পিছিয়ে থাকা আসনেও জয়
advertisement

আরও পড়ুন– ইরান-ইজরায়েলের সংঘর্ষবিরতি ঘোষণা ট্রাম্পের, আকাশপথ খুলতেই পুনরায় পরিষেবা চালু কাতার এয়ারওয়েজের

লোকসভা ভোটের প্রেক্ষিতে রায়গঞ্জ বিধানসভায় এগিয়ে ছিল বিজেপি ৪৬,৭৩৯ ভোটে। যদিও উপনির্বাচনে তৃণমূলের ব্যবধান হয় ৫০,০৭৭ ভোটের। রানাঘাট দক্ষিণে লোকসভায় বিজেপি এগিয়েছিল ৩৬,৯৩৬ ভোটে। উপনির্বাচনে তৃণমূলের জেতার ব্যবধান বেড়ে দাঁড়িয়ে যায় ৩৯,০৪৮ ভোট। বাগদায় লোকসভায় বিজেপি জিতেছিল ২০,৬১৪ ভোটে। উপনির্বাচনে তৃণমূলের জেতার ব্যবধান বেড়ে দাঁড়িয়ে যায় ৩৩,৪৫৫ ভোট। মাদারিহাট আসন লোকসভায় বিজেপির জয়ের ব্যবধান ছিল ১১,০৬৩ ভোট। তৃণমূলের জয়ের ব্যবধান উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ২৮,১৬৮ ভোটের।

advertisement

আরও পড়ুন– মধ্যপ্রাচ্যের আকাশসীমা এড়িয়ে উড়বে ফ্লাইট, বাতিল থেকে বিলম্ব- নানা নির্দেশিকা দিল দেশের উড়ান সংস্থা

প্রসঙ্গত ২০২৪ সালের লোকসভা ভোটে এই চার বিধানসভায় জয় পায় বিজেপি। এমনকী, চার লোকসভা আসনও তারা জয় পায়। মাণিকতলা বিধানসভায় তৃণমূল কংগ্রেস লোকসভায় এগিয়ে ছিল ৩৫৭৫ ভোটে। যা উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ৬২৩১২ ভোটে। সিতাই বিধানসভায় তৃণমূল কংগ্রেস লোকসভায় এগিয়ে ছিল ২৮৩৭৭ ভোটে। যা উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ১৩০৬৩৬ ভোটে। নৈহাটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস লোকসভায় এগিয়ে ছিল ১৫৫১৮ ভোটে। যা উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ৪৯,২৭৭ ভোটে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হাড়োয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস লোকসভায় এগিয়ে ছিল ১১০৯৯১ ভোটে। যা উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ১৩১৩৮৮ ভোটে। মেদিনীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস লোকসভায় এগিয়ে ছিল ২১৭০ ভোটে। যা উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ৩৩,৯৬৬ ভোটে। তালডাংরা বিধানসভায় তৃণমূল কংগ্রেস লোকসভায় এগিয়ে ছিল ৮৪৮৩ ভোটে। যা উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ৩৪,০৮২ ভোটে।কালীগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস লোকসভায় এগিয়ে ছিল ৩০,৮৬৩ ভোটে। যা উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ৫০, ০৪৯ ভোটে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: লোকসভার পরে রাজ্যের ১১ বিধানসভা আসনের উপনির্বাচনে সবকটিতে জয় তৃণমূলের, বেড়েছে ব্যবধান, পিছিয়ে থাকা আসনেও জয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল