লোকসভা ভোটের প্রেক্ষিতে রায়গঞ্জ বিধানসভায় এগিয়ে ছিল বিজেপি ৪৬,৭৩৯ ভোটে। যদিও উপনির্বাচনে তৃণমূলের ব্যবধান হয় ৫০,০৭৭ ভোটের। রানাঘাট দক্ষিণে লোকসভায় বিজেপি এগিয়েছিল ৩৬,৯৩৬ ভোটে। উপনির্বাচনে তৃণমূলের জেতার ব্যবধান বেড়ে দাঁড়িয়ে যায় ৩৯,০৪৮ ভোট। বাগদায় লোকসভায় বিজেপি জিতেছিল ২০,৬১৪ ভোটে। উপনির্বাচনে তৃণমূলের জেতার ব্যবধান বেড়ে দাঁড়িয়ে যায় ৩৩,৪৫৫ ভোট। মাদারিহাট আসন লোকসভায় বিজেপির জয়ের ব্যবধান ছিল ১১,০৬৩ ভোট। তৃণমূলের জয়ের ব্যবধান উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ২৮,১৬৮ ভোটের।
advertisement
প্রসঙ্গত ২০২৪ সালের লোকসভা ভোটে এই চার বিধানসভায় জয় পায় বিজেপি। এমনকী, চার লোকসভা আসনও তারা জয় পায়। মাণিকতলা বিধানসভায় তৃণমূল কংগ্রেস লোকসভায় এগিয়ে ছিল ৩৫৭৫ ভোটে। যা উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ৬২৩১২ ভোটে। সিতাই বিধানসভায় তৃণমূল কংগ্রেস লোকসভায় এগিয়ে ছিল ২৮৩৭৭ ভোটে। যা উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ১৩০৬৩৬ ভোটে। নৈহাটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস লোকসভায় এগিয়ে ছিল ১৫৫১৮ ভোটে। যা উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ৪৯,২৭৭ ভোটে।
হাড়োয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস লোকসভায় এগিয়ে ছিল ১১০৯৯১ ভোটে। যা উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ১৩১৩৮৮ ভোটে। মেদিনীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস লোকসভায় এগিয়ে ছিল ২১৭০ ভোটে। যা উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ৩৩,৯৬৬ ভোটে। তালডাংরা বিধানসভায় তৃণমূল কংগ্রেস লোকসভায় এগিয়ে ছিল ৮৪৮৩ ভোটে। যা উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ৩৪,০৮২ ভোটে।কালীগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস লোকসভায় এগিয়ে ছিল ৩০,৮৬৩ ভোটে। যা উপনির্বাচনে বেড়ে দাঁড়িয়ে যায় ৫০, ০৪৯ ভোটে।