TRENDING:

TMC sends message to Congress: বিজেপি বনাম বিরোধীদের সরাসরি লড়াই চায় তৃণমূল, জাগো বাংলার সম্পাদকীয়তে কংগ্রেসকে বার্তা

Last Updated:

এ দিনও জাগো বাংলার সম্পাদকীয়তে দাবি করা হয়েছে, বিরোধী জোটের নেতৃত্ব নিয়ে তৃণমূল আদৌ ভাবছে না৷ তাদের একমাত্র লক্ষ্য বিজেপি-র জনবিরোধী নীতির অবসান ঘটানো (TMC sends message to Congress)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কোনও তৃতীয় বিকল্প নয়৷ বিজেপি-কে হারাতে সরাসরি তাদের সঙ্গে বিরোধী জোটের লড়াই চায় তৃণমূল৷ জাগো বাংলার সম্পাদকীয়তে এ ভাবে বিরোধী জোট নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল রাজ্যের শাসক দল৷ পাশাপাশি কংগ্রেসের ভুলেই যে বিজেপি-র এত বাড়বাড়ন্ত, সেই অভিযোগও করা হয়েছে তৃণমূলের দলীয় মুখপত্রে৷ ফলে অতীতের থেকে শিক্ষা নিয়েই এবার বিরোধী জোট তৈরি হোক, সেই দাবিই তোলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে৷
advertisement

গত কয়েক দিন ধরেই বিরোধী দলগুলির কয়েকটি কর্মসূচিতে তৃণমূলের অনুপস্থিতি নিয়ে দিল্লির রাজনীতিতে নতুন করে জল্পনা ছড়িয়েছিল৷ কংগ্রেসের নেতৃত্বে কর্মসূচিতে তৃণমূলের আপত্তি আছে, কোনও কোনও মহল থেকে এমন ধারণাও ছড়িয়ে দেওয়া হয়৷ ফলে বিরোধী জোটের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে৷ সেই বিভ্রান্তি দূর করতেই মূলত এ দিন নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল তৃণমূল৷

advertisement

পশ্চিমবঙ্গে বিজেপি-কে রুখে দিয়ে বিপুল জয়ের পরই বিরোধী ভোট এক জায়গায় নিয়ে আসার ফর্মুলার পক্ষে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিরোধী দলগুলিকেও সেই বার্তা দিয়েছেন তিনি৷ এ দিন তৃণমূলের মুখপত্রেও সেই বিজেপি ভোট একত্রিত করার উপরেই জোর দেওয়া হয়েছে৷ মনে করিয়ে দেওয়া হয়েছে, রাজ্যে জোট বেঁধে লড়েও শূন্য পেয়েছে কংগ্রেস- সিপিএম৷ সেখানে একাই বিজেপি-কে আটকে দিয়েছে তৃণমূল৷ তা সত্ত্বেও দেশের স্বার্থেই তৃণমূল বিরোধী জোটের পক্ষে বলেও দাবি করা হয়েছে৷ জাগো বাংলার সম্পাদকীয়তে লেখা হয়েছে, 'আমরা অবিজেপি, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ দলগুলির ঐক্যের পক্ষে৷ আমরা ঐক্য চাই বলেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সোনিয়া গান্ধির বাড়ি গিয়ে বৈঠক করেছেন৷ রাহুল গান্ধিও সেখানে ছিলেন৷ সংসদের ভিতরে বাইরে আমাদের বিজেপি বিরোধী ভূমিকা প্রতিষ্ঠিত৷ কিন্তু আমরা চাই একটা নির্দিষ্ট পদ্ধতিতে ঐক্য হোক৷ আজ হঠাৎ মনে হল একটা ফোনে বলে দিলাম আমরা মিছিল করছি, চলে আসুন, এটা তৃণমূলের ক্ষেত্রে চলবে না৷'

advertisement

এ দিনও জাগো বাংলার সম্পাদকীয়তে দাবি করা হয়েছে, বিরোধী জোটের নেতৃত্ব নিয়ে তৃণমূল আদৌ ভাবছে না৷ তাদের একমাত্র লক্ষ্য বিজেপি-র জনবিরোধী নীতির অবসান ঘটানো৷

যদিও তৃণমূলের মুখপত্রেও বিজেপি-র বাড়বাড়ন্তের জন্য কংগ্রেসকেই দায়ী করা হয়েছে৷ সম্পাদকীয়তে লেখা হয়েছে, 'কংগ্রেস যদি উপযুক্ত বিকল্প হিসেবে লড়াই দিতে পারত,তাহলে গত লোকসভা নির্বাচনেও বিজেপি এত আসন পেত না৷ ফলে বিরোধী জোট গড়ার ক্ষেত্রে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে৷ আমরা কখনওই কংগ্রেস বাদ দিয়ে জোটের কথা বলছি না৷ বরং কোনও বিকল্প জোট বয়, এবার সরাসরি বিকল্প জোট বিরোধীদের লক্ষ্য হওয়া উচিত৷'

advertisement

তৃণমূল মনে করে, অতীতে কংগ্রেস কেন নিজেদের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে অথবা বিরোধী জোট গঠনের ক্ষেত্রে অতীতে কী ফাঁকফোকর ছিল, এবার বিরোধী জোট গঠনের আগে সেগুলি চিহ্নিত করা প্রয়োজন৷

নাম না করে দলীয় মুখপত্রের সম্পাদকীয়তে সিপিএম,কংগ্রেসকেও অবশ্য খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল৷ জাগো বাংলার সম্পাদকীয়তে লেখা হয়েছে, 'আমাদের সদিচ্ছার নতুন করে প্রমাণ দিতে হবে না৷ বিধানসভা ভোটের আগে বিজেপি যখন সবরকম নখ- দাঁত দিয়ে আমাদের আক্রমণ করেছে, তখন অনেকেই তাতে ধুনো দিয়ে আলাদা লড়ে শূন্য পেয়েছে৷ আমরা জানি বিজেপি-কে কীভাবে হারাতে হয়, তাদের সর্বভারতীয় মিলিত শক্তিকে হারাতে হয়৷ ফলে বিরোধী জোট যেমন আমরা চাই, সেরকমই সেই জোটের নির্মাণ ফর্মুলাও তৃণমূল কংগ্রেস জানে৷ আমরা বিরোধী ঐক্য চাই৷ দু' একটি কর্মসূচিতে থাকা না থাকা দিয়ে উপসংহার টানা উচিত নয়৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য তৃণমূলের মুখপত্রে প্রকাশিত এই বার্তা সম্পর্কে বলেন, 'কেন্দ্রের বিজেপি-র যেমন বেশ কিছু দুর্বলতা আছে. একই ভাবে রাজ্যে তৃণমূলেরও কিছু দুর্বলতা রয়েছে৷ তৃণমূল নিজেদের মতো করে লিখেছে৷ বিজেপি যে উগ্র হিন্দুত্বের পথে প্রচার করেছে তাতে কিছু জায়গায় সাফল্য পেয়েছে, কিছু জায়গায় পায়নি৷  আমার মনে হয় জোট গঠনের প্রক্রিয়ায় কিছু সমস্যা রয়েছে৷ কিন্তু তৃণমূলকে আমি বলব, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে৷ সর্বভারতীয় ক্ষেত্রের মতো রাজ্যেও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে৷'

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC sends message to Congress: বিজেপি বনাম বিরোধীদের সরাসরি লড়াই চায় তৃণমূল, জাগো বাংলার সম্পাদকীয়তে কংগ্রেসকে বার্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল