TRENDING:

পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া, ক্রিকেটার সেজে প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যের

Last Updated:

ক্রিকেটার সেজে অভিনব প্রতিবাদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পেট্রোল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে এবার পথে শাসক দলের ছাত্র সংগঠন। ইতিমধ্যেই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চড়া সুর শোনা গিয়েছে তাঁর গলায়। প্রায় প্রতিদিনই পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। তবুও কেন্দ্রের কোনও হুঁশ নেই বলে সরব হচ্ছেন রাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীরাও। এবার প্রতিবাদের পথে তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার বিকেলে আশুতোষ কলেজ থেকে বিক্ষোভ মিছিল করে হাজরা মোড় পর্যন্ত আসেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের হাতে ছিল জ্বালানির মূল্যবৃদ্ধি সংক্রান্ত প্লাকার্ড পোস্টার। মুখে কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান।
advertisement

নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা বানিয়ে 'দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান' বিষয়ক একটি পথনাটিকাও এদিন প্রদর্শিত হয়। অভিনব এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিনের প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য।তবে শুধু পেট্রোল-ডিজেলের দামই নয়, রান্নার গ্যাসের দামও আকাশছোঁয়া। বিক্ষোভকারীরা তারও প্রতিবাদে সোচ্চার হন। এদিনের অভিনব বিক্ষোভ কর্মসূচিতে দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্যকে ক্রিকেটারের ভূমিকায়। এক হাতে হেলমেট আর অন্য হাতে ব্যাট নিয়ে মিছিলে হাঁটলেন তিনি। দুপায়ে পরে ছিলেন প্যাড। প্রতিবাদ কর্মসূচিতে কেন এই ভূমিকায়? তাঁকে প্রশ্ন করতেই তাঁর জবাব, 'সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে পেট্রোলের দাম। তাই এভাবেই প্রতিবাদ জানাচ্ছি।' তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য্য বললেন,'দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্র পরিষদ এবং রাজ্য কমিটি এই কর্মসূচি পালন করে বুঝিয়ে দিল, সাধারণ মানুষের পাশে আছি আমরা। প্রতিদিন ভয়াবহ অবস্থার মধ্যে পড়তে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। অথচ কেন্দ্র হাত গুটিয়ে বসে রয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকাতে প্রধানমন্ত্রী ও তাঁর সরকার ব্যর্থ। শুধু কলকাতাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা প্রতিবাদে সামিল হব। অবিলম্বে জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকানোর পথে কেন্দ্র না হাঁটলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামব আমরা।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন
বাংলা খবর/ খবর/কলকাতা/
পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া, ক্রিকেটার সেজে প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল