TRENDING:

TMC Candidate List: ৬ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের! তুমুল চমক শাসক দলের, কে কোথায় প্রার্থী হলেন? জানুন

Last Updated:

TMC Candidate List: আরজি কর কাণ্ডের আবহে এই ৬ কেন্দ্রের উপনির্বাচন তৃণমূলের কাছে রীতিমতো অ্যাসিড টেস্ট হতে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল শাসক দল তৃণমূল৷ আগামী ১৩ নভেম্বর এই ৬ বিধানসভা কেন্দ্রে ভোট হওয়ার কথা৷ শনিবারই ওই ৬ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। আরজি কর কাণ্ডের আবহে এই ৬ কেন্দ্রের উপনির্বাচন তৃণমূলের কাছে রীতিমতো অ্যাসিড টেস্ট হতে চলেছে।
প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল
প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল
advertisement

কাকে কাকে ওই ৬ কেন্দ্রে প্রার্থী করল তৃণমূল? সিতাই কেন্দ্র থেকে প্রার্থী করা হল সঙ্গীতা রায়কে, মাদারিহাট থেকে প্রার্থী হলেন জয়প্রকাশ টপ্পো, তালডাংড়া থেকে প্রার্থী ফাল্গুনী সিংহবাবু, মেদিনীপুর থেকে প্রার্থী করা হল সুজয় হাজরাকে, হাড়োয়া থেকে প্রার্থী শেখ রাবিউল ইসলাম, নৈহাটি থেকে প্রার্থী সনৎ দে।

আরও পড়ুন: আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’! পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ঝড় ‘ভোলায়’ বাংলাদেশে ৫ লাখ মানুষের মৃত্যু! যা ঘটল ‘সেদিন’…

advertisement

আসন্ন ১৩ নভেম্বর রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচন। ভোট হবে সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালডাংরা আসনে। প্রতিটি আসন নিয়ে আশাবাদী তৃণমূল। আগামী ২৫ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। প্রার্থী তালিকা ঘোষণার পর প্রচারে বেরোবেন দলের হেভিওয়েটরা। তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যে কে, কবে, কোথায় প্রচারে যাবেন, সেই তালিকাও তৈরি করা হচ্ছে। বলাবাহুল্য, ভোটযুদ্ধে জয় লাভ করতে কোমর বেঁধে নামছেন দলের নেতা-কর্মীদের।

advertisement

এই ছটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র মাদারিহাট বিধানসভা কেন্দ্র ছিল বিজেপির দখলে৷ বাকি পাঁচটি কেন্দ্রই তৃণমূলের দখলে ছিল৷ এর মধ্যে বাঁকুড়ার তালড্যাংরায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে প্রার্থী করে চমক দিয়েছে গেরুয়া শিবির৷ মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা আলিপুরদুয়ার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হয়েছেন৷ সেই কারণে ওই আসনটিতে ফের ভোট হচ্ছে৷ ফলে নিজেদের দখলে থাকা আসন ধরে রাখা চ্যালেঞ্জ বিজেপি-র৷ পাশাপাশি বাকি পাঁচটি কেন্দ্রেও বিজেপি আরজিকর আন্দোলনের মতো ইস্যুকে কাজে লাগিয়ে পালে হাওয়া টানতে পারে কি না, সেটাই এখন দেখার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ছটি কেন্দ্রের মধ্যে মাদারিহাটে বিজেপি প্রার্থী হচ্ছেন রাহুল লোহার৷ সিতাইয়ে বিজেপি প্রার্থী দীপককুমার রায়, নৈহাটিতে বিজেপি প্রার্থী রূপক মিত্র৷ হাড়োয়ার বিজেপি প্রার্থী বিমল দাস, মেদিনীপুরে শুভজিৎ রায় এবং তালড্যাংরায় বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী৷ ছটি কেন্দ্রেই মূলত নতুন মুখেদের উপরেই ভরসা রেখেছে বিজেপি৷ আর এদিন তৃণমূলের প্রার্থী তালিকাতেও নতুন মুখের চমক।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Candidate List: ৬ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের! তুমুল চমক শাসক দলের, কে কোথায় প্রার্থী হলেন? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল