প্রসঙ্গত, তৃণমূলে দখলে থাকা আরামবাগ দিয়ে বাংলায় লোকসভা ভোটের প্রচার শুরু করবেন নরেন্দ্র মোদি। আগামী ১ মার্চ আরামবাগ আসছেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই বাংলায় প্রচারাভিযান শুরু করবেন তিনি। এর আগে বারাসতে তাঁর সভা করার কথা ছিল। কিন্তু তিনি আরামবাগ দিয়েই প্রচার শুরু করবেন।
আরামবাগের পর ২ তারিখ কৃষ্ণনগরে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। তার পর আবার ৮ মার্চ বারাসতে সভা করবেন তিনি। অর্থাৎ এক সপ্তাহের মধ্যে তিনবার বাংলায় আসবেন মোদি।
advertisement
এরপরই ১০ মার্চ ব্রিগেডের ডাক দিয়েছে তৃণমূলে। ইতিমধ্যেই জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, ব্রিগেড থেকেই যে তিনি লোকসভা ভোটের মূল প্রচার শুরু করবেন, তা বলাই বাহুল্য। এদিকে, ইন্ডিয়া জোটের কোন কোন মুখ ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, তা এখনও স্পষ্ট না হলেও ব্রিগেডে যে চমক থাকবেই তা নিয়ে নিশ্চিত তৃণমূল নেতারাও। মূলত কেন্দ্রীয় বঞ্চনা নিয়েই ব্রিগেড থেকে সুর চড়াবেন তৃণমূল নেত্রী।