এদিন ব্রিগেড থেকে ফিরহাদের ঘোষণা, ‘‘এই জনগর্জনের শব্দ যাবে দিল্লিতে। আমরা দিল্লিতে ধর্না করেছিলাম। কিন্তু দিল্লির টনক নড়েনি। মোদিজি মিথ্যে কথা বলেছেন। সন্দেশ খালি নিয়ে মিথ্যে কথা বলছেন’’৷
আরও পড়ুন: ‘লাঞ্চ’ সেরে ব্রিগেডের পথে তৃণমূল কংগ্রেস কর্মীরা! ‘জনগর্জন সভা’র মেনুতে কী থাকছে জানেন?
কলকাতার মেয়র আরও বলেন, ‘‘নারী লাঞ্ছনার যেদিন অভিযোগ হয়েছিল সেদিন শিবু সরদারকে গ্রেফতার করেছে। আমাদের সরকার গ্রেফতার করবে, মিথ্যাচার করবে বিজেপি এটা হতে পারে না। হাই কোর্ট বলে দেওয়ার পর সাহা জাহানকে গ্রেফতার করা হয়েছিল। আমার বাড়িতে ইডি, সিবিআই এসেছিল। সার্চ করছে। কিন্তু ভয় পাইনা। আমরা তৃণমূল কংগ্রেস ভয় পাইনা। আমি ভয় করব না।’’
advertisement
ব্রিগেডের ‘জনগর্জন’ সভা থেকেই লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে ৷ আর তাতে তৃণমূল সুপ্রিমোর অনুমোদনও মিলেছে ৷
এবার প্রথা ভেঙে ব্রিগেডের মঞ্চ থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন মমতা৷ ইতিমধ্যেই বাংলার ২০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। কিন্তু তৃণমূল এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। সেই তালিকা এদিন ঘোষিত হবে ব্রিগেড থেকে।