অভিষেকের কটাক্ষ, ‘প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। আর সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত তাঁর পাশে বসে আছে। আজকের ভারতবর্ষে চোরেরা, খুনিরা বিচারপতিদের উত্তরীয় পড়িয়ে স্বাগত জানাচ্ছে। বাংলা মাথা নত করবে না। এই লড়াইয়ের শেষ আমরা করে ছাড়ব।’ তাঁর আরও কটাক্ষ, ‘বাংলাকে যারা গালাগালি করে তাদের মধ্যে থেকে কাউকে বিধায়ক থেকে সাংসদে মনোনীত করেছে। ভোট ইডি, সিবিআই দেবে না। মানুষ ভোট দেবে। চোর চুরি করে আগে জেলে যেত। এখন চোর চুরি করে বিজেপিতে যায়। এটা মোদির গ্যারান্টি।’
advertisement
গতকালই শিলিগুড়িতে নরেন্দ্র মোদির সভায় দেখা গিয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। প্রথম বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছাপূরণ হয়েছে তাঁর। কাছাকাছি বসার সুযোগও পেয়েছেন। মোদির বাড়ানো হাত নিজের দু’হাতে ধরে নিজের কপালে ছুঁইয়েছেন। আর একেবারে সভার শেষে মোদির কাছ থেকে সাহসের শংসাপত্রও মিলেছে কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতির।
আরও পড়ুন: দামি দামি মশার তেল-ধূপ বাদ দিন, পাতিলেবুতে ‘এই’ জিনিসটি জ্বালান! মশার বংশ খুঁজে পাবেন না
অভিষেকের চ্যালেঞ্জ, ‘প্রধানমন্ত্রী বলে গেছেন ৩ বছরে ২২ হাজার কোটি টাকা পাঠানো হয়েছে বাড়ি তৈরি করার জন্য।গত তিন বছরে নরেন্দ্র মোদী এর সরকার যদি প্রমাণ করতে পারে আবাস এর একটা টাকা কেন্দ্র দিয়েছে তাহলে আমি রাজনীতির আঙিনায় পা রাখব না। আমাকে যে শাস্তি দেব মাথা পেতে নেব।আমি বলছি তাই পরের বার যখন প্রধামন্ত্রীর যখন আসবেন তখন শ্বেত পত্র নিয়ে আসবেন।আপনারা মিথ্যে কথা বলছেন। যারা মিথ্যে কথা বলছেন তাদের গ্যারান্টি নেবেন?’
আবীর ঘোষাল