TRENDING:

'ঘুরে দেখুন ভিক্টোরিয়া, চিড়িয়াখানা...', BJP-র ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে তুমুল কটাক্ষ কুণালের!

Last Updated:

TMC Attacks BJP: তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, "এই বিজেপির কেন্দ্রীয় দল রাজনৈতিক পর্যটক। কেন আহত পুলিশ কর্মীকে দেখতে গেলেন না? প্রশ্ন তৃণমূলের। বিজেপির পর্যবেক্ষক দলকে রাজনৈতিক 'পর্যটক' বলে বিঁধলেন কুণাল ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিজেপির পর্যবেক্ষক দল আসলে রাজনৈতিক 'পর্যটক'। ওঁরা এখানে আসুন, বাংলার উন্নয়ন-কৃষ্টি-সংস্কৃতি ঘুরে দেখুন। সামনেই দুর্গাপুজো। পাড়ায় পাড়ায় মণ্ডপ তৈরি হচ্ছে, সেগুলো দেখুন, ওঁদের সাদর আমন্ত্রণ। কিন্ত নবান্ন অভিযানের নামে যে তাণ্ডব-ভাঙচুর-গাড়িতে আগুন জ্বালানো-পুলিশ অফিসারকে মার— এসবই তো টিভির পর্দায় দেখা গেছে। ভিডিও রয়েছে। এখানে এসে কী দেখবেন? রাজনৈতিক পর্যটক হিসেবে ঘুরতে আসছেন আসুন।
বিজেপির পর্যবেক্ষক দল নিয়ে তৃণমূলের কটাক্ষ
বিজেপির পর্যবেক্ষক দল নিয়ে তৃণমূলের কটাক্ষ
advertisement

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, "এই বিজেপির কেন্দ্রীয় দল রাজনৈতিক পর্যটক। কলকাতার ভিক্টোরিয়া, চিড়িয়াখানা ঘুরে দেখল। তার সঙ্গে কুৎসা করতে আসা। শাক দিয়ে মাছ ঢাকতে এদের পাঠানো হল। পালিয়ে গিয়ে লুক বদলেও বীরেরা ধরা পড়েছে। সারা দেশে নেতিবাচক প্রক্রিয়া। তাই এল। আর কার সাথে কথা বললেন? আহত পুলিশ আধিকারিক, আহত পুলিশ, বড়বাজার ও হাওড়ার ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন? আসলে গুন্ডামি ওরা করেছে। প্ররোচনা দিতে আসা।"

advertisement

আরও পড়ুন: রং চং-এ ঘুড়ি, রঙিন পোশাকের সঙ্গে আরও রঙিন মদন, বিশ্বকর্মা পুজোয় নয়া অবতারে কামারহাটির বিধায়ক

তৃণমূলের পরামর্শ, এই প্রতিনিধিদল যান উত্তরপ্রদেশে। এই রাজ্যে গণতন্ত্র আছে। তাই ঘুরে বেড়াচ্ছেন। জঙ্গলরাজ বিজেপি শাসিত জায়গায় চলছে। কেন্দ্রের স্বরাষ্ট্র দফতর নিরাপদ শহর বলেছে। আসলে এরা স্ববিরোধীতা করছে। পাগল, ভবঘুরদের আবাস আছে এখানে। প্রতিনিধিদল আবেদন করলে রাখার ব্যবস্থা করতাম। বাংলা ভাষার মানে বোঝে না এরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ রাজনৈতিক কর্মীদের বলেননি। সায়ন্তন, দিলীপ ঘোষ কী বলেছিলেন? তখন তো কেউ নিন্দা করেনি।"

advertisement

এভাবেই কলকাতায় বিজেপির পর্যবেক্ষক দল পাঠানো নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। একই সঙ্গে তাঁর সংযোজন, যোগীরাজ্য উত্তরপ্রদেশের লখিমপুর-হাথরাস-উন্নাওয়ে যখন পরপর ধর্ষণ, খুন হয় তখন কোথায় থাকে বিজেপির পর্যবেক্ষক টিম? বাংলায় গণতন্ত্র রয়েছে, যে-কেউ আসতে পারেন। এই রাজ্যে অনেক দেখার আছে। ঘোরার জায়গা আছে। কলকাতা নিরাপদ শহর। তাই দেখতে আসছেন। বক্তব্য কুণাল ঘোষের।

advertisement

আরও পড়ুন: নবান্ন অভিযানে উজ্জীবিত বিজেপি, আজ থেকে শুরু দুদিনের সাংগঠনিক বৈঠক

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তাঁর সংযোজন, বিজেপির বর্বরোচিত আক্রমণে গুরুতর আহত পুলিশ অফিসার-সহ পুলিশ কর্মীদের যেন দেখে যান। আর ওঁরা তো আসছে শুভেন্দু কীভাবে পুলিশের গাড়িতে উঠে গেল সেটা দেখতে। আসলে ওঁরা মজা পেয়েছেন। খোরাক পেয়েছেন৷ তাই সার্কাস দেখতে আসছেন। ওঁরা এসে দেখুন সেদিনের তাণ্ডবে পুজোর মুখে ব্যবসায়ীদের কত ক্ষতি হয়েছে। মন্তব্য কুণালের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
'ঘুরে দেখুন ভিক্টোরিয়া, চিড়িয়াখানা...', BJP-র ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে তুমুল কটাক্ষ কুণালের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল