TRENDING:

লক্ষ্মীর ভাণ্ডারের মতোই 'We Card'! ১ সপ্তাহে আবেদন ১০ হাজারের বেশি মহিলার

Last Updated:

We card in Meghalaya: লক্ষ্মীর ভান্ডারের মতই We Card চমক দিতে পারে মেঘালয়ে, আশাবাদী তৃণমূল কংগ্রেস

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলং: ভোটে জিতলেই লক্ষ্মীর ভাণ্ডার! কার্যত এই প্রতিশ্রুতি দিয়েই মেঘালয়ে প্রচারাভিযান শুরু করেছে তৃণমূল। তৃণমূল  সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরে তা ঘোষণা করা হয়। সংগঠনকে মজবুত করার উদ্দেশে গত সোমবারই উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্যে গিয়েছিলেন মমতা ও অভিষেক।
advertisement

সে রাজ্যের আতিথেয়তায় মুগ্ধ বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি আশাবাদী মেঘালয়ে তৃণমূলের সংগঠন নিয়েও। সেখানেই মহিলাদের জন্য বাংলার লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে We Card চালু করেছিলেন। আর এক সপ্তাহের মধ্যেই এই পরিষেবা পাওয়ার জন্য দশ হাজারের বেশি মহিলা আবেদন জানিয়েছেন। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস মেঘালয়ে ক্ষমতায় আসলে সব মহিলাদের We Card এর মাধ্যমে মাসিক ১০০০ টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে৷

advertisement

আরও পড়ুন : কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন, আগামী ক’দিন কি হাড়কাঁপানো ঠান্ডা, জানুন পূর্বাভাস

মমতা বন্দোপাধ্যায় তাঁর মেঘালয় সফরে জানিয়েছিলেন, ‘‘আমাদের যাত্রা শুরু হল। এই রাজ্য আগামী দিনে এক গৌরবোজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।’’ আগামী বছর মেঘালয়ের বিধানসভা নির্বাচন। তার আগেই সেখানকার প্রধান বিরোধী দল তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয় সফর করেছেন। লক্ষ্মীর ভাণ্ডারের আদলে একটি প্রকল্প মেঘালয়তেও ঘোষণা করে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় এলে মহিলাদের ১০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি ।

advertisement

আরও পড়ুন :   কলকাতায় বাড়ি আছে অথচ ঠিকানা নেই! বছরের পর বছর ধরে এটাই সত্যি নস্করহাটের বাসিন্দাদের

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বাংলায় তৃতীয়বার ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলিকে পাখির চোখ করেছে তৃণমূল। এর মধ্যে ঘাসফুলের শিবিরের মূল লক্ষ্য দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলি। আগামী বছর ত্রিপুরা, মেঘালয়ের মতো রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে।সূত্রের খবর, পশ্চিমবঙ্গের মতো মেঘালয়ের মহিলা ভোটারদের ভোট পাখির চোখ তৃণমূলের। সেই জন্য ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে প্রকল্প আনা হবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, We Card পরিষেবা চালু করার প্রতিশ্রুতি কাজে লেগেছে তৃণমূলের। ২০২১ বাংলার নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার চমক দিয়েছিল। সেটিরই ধাঁচে মেঘালয়ের এই কার্ডও কাজে আসবে বলে মনে করছে রাজনৈতিক শিবির।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
লক্ষ্মীর ভাণ্ডারের মতোই 'We Card'! ১ সপ্তাহে আবেদন ১০ হাজারের বেশি মহিলার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল