TRENDING:

KMC Elections 2021: গা জোয়ারি করে ভোট নয়, দলীয় প্রার্থীদের কড়া বার্তা তৃণমূলের

Last Updated:

কলকাতা পুরভোটের প্রচারে নামবেন মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ১৬ তারিখ জোড়া সভা করতে পারেন তৃণমূল সুপ্রিমো (TMC৷ KMC Elections 2021)। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কোন বলপূর্বক নির্বাচন নয়। গা জোয়ারি করে ভোটে লড়াই করা যাবে না। দলীয় শৃঙ্খলা আর অনুশাসন মেনে চলতে হবে। এর পরেও যদি কেউ নিয়ম না মানেন আর তা যদি দলের নজরে আসে, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে তৃণমূল কংগ্রেস (TMC Strategy for KMC Elections 2021)। কলকাতা পুরসভার প্রস্তুতি বৈঠকে দলীয় প্রার্থীদের এই বার্তাই দিল তৃণমূল কংগ্রেস৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
advertisement

শনিবার দুপুরে কলকাতা পুরসভার (KMC Elections 2021) ১৪৪টি ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে বৈঠক হয় হাজরার মহারাষ্ট্র নিবাসে৷ দলীয় সূত্রে খবর, সেখানেই দলের এই কড়া সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)।

রাজনৈতিক মহলের মতে, সম্প্রতি ত্রিপুরায় পুর নির্বাচন নিয়ে একাধিক অশান্তির অভিযোগ এসেছে সেই রাজ্যের শাসক দল বিজেপির বিরুদ্ধে। ত্রিপুরার নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ ছিল না বলে অভিযোগে সরব হয়েছে তৃণমূল । তাই কলকাতার পুর ভোটে যাতে শান্তিপূর্ণ ভাবে ভোট হয় সেই বিষয়ে দলীয় প্রার্থীদের সতর্ক করেছে দলের শীর্ষ নেতৃত্ব। যাতে তাদের বিরুদ্ধেও একই অভিযোগ না তুলতে পারে বিরোধীরা৷

advertisement

আরও পড়ুন: মমতার ওয়ার্ডে অস্বস্তি কাটল তৃণমূলের, অভিমান ভুলে মনোনয়ন প্রত্যাহার করছেন রতন

অন্যদিকে, যাঁরা টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে লড়ছেন দলের সেই নেতাদের উদ্দেশ্যেও বার্তা দিয়ে রেখেছে তৃণমূল। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, "ব্যক্তি নয়৷ সবার উপরে দল। আর দল যাঁকে মনে করেছে, তাঁকেই প্রার্থী করেছে। যে বা যিনি প্রার্থী হতে পারলেন না তিনি যেন কোনওভাবে মনে না করেন দল তাঁকে কোনও কাজে ব্যবহার করবে না৷ দল নির্দিষ্ট সময়ে কোনও না কোনও কাজে তাঁকে ব্যবহার করবে।"

advertisement

এ দিন বিধায়ক তথা প্রার্থী পরেশ পাল জানিয়েছেন, "দল নির্দেশ দিয়েছে কোনও গা-জোয়ারি করা যাবে না৷ এই সব আচরণ করলে দল কড়া ব্যবস্থা নেবে।" প্রার্থী তারক সিং জানিয়েছেন, "দলবিরুদ্ধ আচরণ করলে বহিষ্কার পর্যন্ত করা হতে পারে।"

আরও পড়ুন: পরিবেশ রক্ষায় বিশেষ জোর দিতে চায় তৃণমূল কংগ্রেস

advertisement

এ দিনের বৈঠকে কলকাতার সব ওয়ার্ডের প্রার্থীরা হাজির ছিলেন। এই ভোটে নতুন-পুরনোর মিশেলে  তালিকা তৈরি করা হয়েছে। দলীয় প্রার্থীদের তাই বলা হয়েছে, উন্নয়নের খতিয়ান তুলে ধরে মানুষের কাছে পৌছে যান। গত ১০ বছর ধরে যা যা কাজ তৃণমূল কংগ্রেস করেছে, তার প্রচার করুন সকলের সামনে।

হাতে যেহেতু সময় কম তাই দু'বেলাই মানুষের দরজায় দরজায় যেতে হবে। যাঁরা নতুন প্রার্থী, তাঁদের বলা হয়েছে কোন কোন প্রকল্পে ভাল কাজ হয়েছে কারা উপকৃত হয়েছেন তা জেনে নিতে। ফলে এই ভোটে উন্নয়নকে সামনে রেখেই এগোবে তৃণমূল।

advertisement

অন্যদিকে কলকাতা পুরসভা ভোটে তৃণমূল প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে নামতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, "আগামী ১৬ ডিসেম্বর বাঘাযতীন যুব সংঘের মাঠে যাদবপুর ও টালিগঞ্জ বিধানসভা এলাকার প্রার্থীদের সমর্থনে জনসভা করতে পারেন তিনি। ওই দিনই বেহালা পূর্ব ও পশ্চিমের একুশটি ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনেবেহালা চৌরাস্তায় জনসভা করতে পারেন মুখ্যমন্ত্রী।"

বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Elections 2021: গা জোয়ারি করে ভোট নয়, দলীয় প্রার্থীদের কড়া বার্তা তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল