TRENDING:

দিল্লিতে আজ নির্বাচন কমিশনের দফতরে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল, কারা আছেন তালিকায়?

Last Updated:

TMC: ভার্চুয়াল বৈঠকে আগেই বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইমতো ১০ জনের নাম জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মঙ্গলবার চিঠি দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। আজ, শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাচ্ছেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভার্চুয়াল বৈঠকে আগেই বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইমতো ১০ জনের নাম জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মঙ্গলবার চিঠি দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। আজ, শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাচ্ছেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল।
কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল
কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল
advertisement

সূত্রের বেলা এগারোটায় এসআইআর বিষয়ে তাঁদের একাধিক অভিযোগ প্রমাণ-সহ তুলে ধরতে কমিশনে আসতে চলেছেন তৃণমূল কংগ্রেসের ১০ সংসদীয় প্রতিনিধি। কমিশনের তরফে ১০ জনকেই বৈঠকের জন‍্য অনুমতি দেওয়া হবে কিনা, তা নিয়ে অবশ‍্য এখনও ধোঁয়াশা রয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের পিছু পিছু ঘূর্ণিঝড়…! নতুন করে নিম্নচাপ হুঁশিয়ারি! ৪৮ ঘণ্টায় তাপমাত্রা বাড়বে না কমবে? কী হবে বাংলা জুড়ে? জানিয়ে দিল IMD

advertisement

প্রসঙ্গত, জ্ঞানেশকে লেখা চিঠিতে ডেরেক জানিয়েছিলেন, আজ শুক্রবার কমিশনে যাবেন সাংসদ শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, মমতা ঠাকুর, মহুয়া মৈত্র, সাকেত গোখলে, প্রকাশচিক বরাইক এবং তিনি নিজে।

সাম্প্রতিক সময়ে মুখ্য নির্বাচন কমিশনারকে দু-দু’বার চিঠি দিয়েছেন মমতা। গত সপ্তাহে জ্ঞানেশকে লেখা চিঠিতে এসআইআর প্রক্রিয়া স্থগিতের অনুরোধ জানান তিনি। তাঁর অভিযোগ, পরিকল্পনাহীন ভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে।

advertisement

আরও পড়ুন: বর্ধমানে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামছিলেন যাত্রী…, সন্দেহ হতেই এগিয়ে গেল RPF, ট্রলি ব্যাগ খুলতেই থরে থরে ৫০০ টাকার বান্ডিল! আটক হুগলির ব্যক্তি!

মুখ্যমন্ত্রী চিঠিতে বিএলওদের মৃত্যুর প্রসঙ্গ টেনে আনেন। সাম্প্রতিক সময়ে রাজ্যের তিন জন বুথ লেভেল অফিসার (বিএলও)-এর মৃত্যু এবং কয়েক জনের অসুস্থ হয়ে পড়ার খবর মিলেছে। তৃণমূলের অভিযোগ, এসআইআরের কাজের চাপেই এ হেন ঘটনা ঘটছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার দলীয় নেতাদের নিয়ে বৈঠকে কমিশনের সঙ্গে দেখা করার কথা উল্লেখ করেন।

advertisement

তিনি ১০ জন সাংসদের নামোল্লেখ করে তাঁদের কমিশনের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিতে বলেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গত ২০ দিনে যে যে অভিযোগ তৃণমূল জানিয়েছে, তা নিয়ে কমিশন পদক্ষেপ করেনি কেন, তার জবাব চাওয়ার নির্দেশ দেন অভিষেক।

পাশাপাশি, যে বিএলওরা কমিশনকে দায়ী করে আত্মঘাতী হয়েছেন, তাঁদের সুইসাইড নোটও অভিষেক নিয়ে যেতে বলেন দিল্লিতে। কমিশনকে নয়া চ্যালেঞ্জের সামনে দাঁড় করালেন অভিষেক। তাঁর চ্যালেঞ্জ, কমিশন যদি স্বচ্ছ্বভাবে SIR পরিচালনা করে থাকে, তাহলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তৃণমূল সাংসদদের সব প্রশ্নের জবাব দিক।

advertisement

তৃণমূল সাংসদদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক লাইভ টেলিকাস্ট করা হোক। সেজন্য ১০ সাংসদকে নিয়ে একটি টিম গড়ে দেন অভিষেক। দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার নির্দেশ দেন তাঁদের। অভিষেক চ্যালেঞ্জের সুরে সোশাল মিডিয়ায় বলেন, কমিশন যদি স্বচ্ছ্ব হয় তাহলে ওই বৈঠকের লাইভ টেলিকাস্ট হোক।

সেরা ভিডিও

আরও দেখুন
রাতের শুনশান রাস্তায় আচমকা জেলা পরিষদের সহকারী সভাধিপতির গাড়ির সামনে লেপার্ড! হাড়হিম কাণ্ড
আরও দেখুন

অভিষেক সোশাল মিডিয়ায় বলেন, “আমাদের সাংসদরা মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি। মুখ্য নির্বাচন কমিশনার বা অন্য কমিশনারদের মতো নয়, যাঁদের হাত সরকারের হাতে বাঁধা। বেছে বেছে বৈঠকের কিছু অংশ ফাঁস করা হবে যাতে বোঝানো হবে কমিশন খুব স্বচ্ছ্ব, সেসব চলবে না।”

বাংলা খবর/ খবর/কলকাতা/
দিল্লিতে আজ নির্বাচন কমিশনের দফতরে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল, কারা আছেন তালিকায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল