TRENDING:

21 july rally 2024 TMC: ২১ জুলাইয়ে তৃণমূলের পাখির চোখ উত্তরবঙ্গ! অসম, মেঘালয়, ত্রিপুরা থেকেও আসছেন নেতারা

Last Updated:

২০২৬ সালের নির্বাচনের আগে শাসক শিবিরের পাখির চোখ কোচবিহার থেকে মালদহ পর্যন্ত একাধিক বিধানসভা আসন৷  তাই চা বলয়, রাজবংশী এলাকা থেকে ব্লক ভিত্তিক জমায়েতে জোর দিয়েছে শাসক দল। উত্তরবঙ্গ থেকে ট্রেনে আসছেন শাসকদলের নেতা-কর্মীরা। এছাড়া সড়কপথেও আসছেন তারা। তৃণমূল কংগ্রেস সূত্রে দাবি, অন্যান্যবারের তুলনায় এবার বেশি জমায়েত হবে উত্তরের জেলা থেকে। এর আগে পঞ্চায়েত ভোটে পাহাড়ে তৃণমূলের বন্ধুদল প্রজাতান্ত্রিক মোর্চা হইহই করে জিতেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রবিবার ২১ জুলাই ধর্মতলার সমাবেশে উত্তরবঙ্গ থেকে রেকর্ড জমায়েত চায় তৃণমূল। লোকসভা ভোটের ফলে উত্তরের জমি শক্ত হয়েছে। কোচবিহার আসন জয় করেছে শাসকদল। বাকি একাধিক আসনেও ব্যবধান অনেক কমিয়েছে তারা। ৩১ বছরে পদার্পণ করছে ২১ জুলাইয়ের শহিদ তর্পন অনুষ্ঠান। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরে চলতি বছর ২১ জুলাই নিয়ে আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। কারণ লোকসভা ভোটের পরে তৃণমূল কংগ্রেসের অন্যতম ঘোষিত কর্মসূচী এটি।
২১শে জুলাই সমাবেশ
File image
২১শে জুলাই সমাবেশ File image
advertisement

২০২৬ সালের নির্বাচনের আগে শাসক শিবিরের পাখির চোখ কোচবিহার থেকে মালদহ পর্যন্ত একাধিক বিধানসভা আসন৷  তাই চা বলয়, রাজবংশী এলাকা থেকে ব্লক ভিত্তিক জমায়েতে জোর দিয়েছে শাসক দল। উত্তরবঙ্গ থেকে ট্রেনে আসছেন শাসকদলের নেতা-কর্মীরা। এছাড়া সড়কপথেও আসছেন তারা। তৃণমূল কংগ্রেস সূত্রে দাবি, অন্যান্যবারের তুলনায় এবার বেশি জমায়েত হবে উত্তরের জেলা থেকে। এর আগে পঞ্চায়েত ভোটে পাহাড়ে তৃণমূলের বন্ধুদল প্রজাতান্ত্রিক মোর্চা হইহই করে জিতেছে।

advertisement

অনীত থাপার দলের অনেকেই সমাবেশে হাজির থাকবেন। উত্তরের চা বলয় থেকে রাজ্যসভার সাংসদ পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই এবারের ২১ জুলাই সমাবেশে আগামীর বিধানসভা ভোটকে সামনে রেখে লক্ষ্য উত্তরের বিধানসভা আসন। করোনা পরিস্থিতির জেরে ২০২০-২১ সালে সমাবেশ হয়েছিল ভার্চুয়াল। তবে সেই ভার্চুয়াল সমাবেশ ঘিরেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল এই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও। এবার অবশ্য মূল সমাবেশ অফলাইন। ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন দুপুর ১টা নাগাদ। সেখানে থাকবেন অভিষেক বন্দোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস সহ একাধিক নেতা।

advertisement

আরও পড়ুন- ১০০ বন্দিকে মুক্তি দিয়ে জেলে আগুন প্রতিবাদীদের! জ্বলছে বাংলাদেশ, কার্ফু জারি

প্রথম সারির অন্যান্য নেতাদেরও উপস্থিতি থাকবে। ভিন রাজ্যের দলীয় কার্যালয়েও সভা লাইভ দেখানো হবে একটি কেন্দ্রীয় জায়গায়। সেখানেই মঞ্চ থাকবে। সেই রাজ্যের নেতারা থাকবেন। জায়েন্ট স্ক্রিন থাকবে। দুপুর ১২টা থেকে হবে সমাবেশ। দুপুর ১২টা থেকে অন্যান্য নেতাদের -সহ মমতা বন্দোপাধ্যায়ের বক্তব্য লাইভ দেখানো ও শোনানো হবে। কলকাতায় আসতে না পারলে এভাবেই দেখা যাবে অনুষ্ঠান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ধর্মতলায় থাকবে শহিদ তর্পণের ব্যবস্থা। সকাল ৬টা থেকেই সেখানে হাজির থাকবেন দলের প্রথম সারির নেতারা। শ্যামবাজার, গিরিশ পার্ক, লেকটাউন, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, চেতলা, টালিগঞ্জ, হাজরা-সহ একাধিক জায়গায় থাকছে জায়ান্ট স্ক্রিন। বাংলার পাশাপাশি ত্রিপুরা, অসম, মেঘালয়, গোয়ায় যেখানে তৃণমূলের অফিস আছে সেখানেও শোনানো হতে পারে বক্তৃতা। ধর্মতলায় হাজির থাকবেন সাংসদরা। তাঁরাও বক্তব্য রাখবেন। দুপুর ১টায় জায়ান্ট স্ক্রিনে শোনানো হবে মমতা বন্দোপাধ্যায়ের বক্তৃতা। এছাড়াও যে সব রাজ্যে ইউনিট আছে সেখানেও অনুষ্ঠান সম্প্রচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
21 july rally 2024 TMC: ২১ জুলাইয়ে তৃণমূলের পাখির চোখ উত্তরবঙ্গ! অসম, মেঘালয়, ত্রিপুরা থেকেও আসছেন নেতারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল