TRENDING:

KMC Election Results 2021: ২০১৫-র পুনরাবৃত্তি, ভোটে জিতেই তৃণমূলের পথে তিন নির্দল

Last Updated:

বাম, কংগ্রেস, বিজেপি সম্মিলিত ভাবে পেয়েছে সাতটি আসন৷ সেখানে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন তিনটি ওয়ার্ডে (KMC Election Results 2021)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২০১৫-রই যেন পুনরাবৃত্তি৷ এবারেও কলকাতা পুরসভা নির্বাচনে জয়ী হলেন তিন নির্দল প্রার্থী৷ ২০১৫-র মতোই তাঁরাও এবার তৃণমূলের পথে (KMC Election Results 2021)৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

বাম, কংগ্রেস, বিজেপি সম্মিলিত ভাবে পেয়েছে সাতটি আসন৷ সেখানে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন তিনটি ওয়ার্ডে৷ ১৪১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর৷ ১৩৫ নম্বর ওয়ার্ড থেকেও জিতেছেন আর এক নির্দল প্রার্থী রুবিনা নাজ৷ আর ৪৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী আয়েশা কানিজ৷

আরও পড়ুন: বিরোধী পরিসরে জমি হারাচ্ছে BJP, 'উত্থান' বামেদের! বুঝিয়ে দিল কলকাতার ভোট

advertisement

রুবিনা নাজ ২০১০ সালে তৃণমূলেরই কাউন্সিলর ছিলেন৷ ২০১৫ সালে পরাজিত হন তিনি৷ তাঁর শ্বশুর শামসুজ্জামান আনসারিও কলকাতা পুরসভার মেয়র পারিষদ ছিলেন৷ এবারেও ১৩৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তিনি৷ িতনি যে তৃণমূলের পথেই পা বাড়িয়ে রয়েছেন, ভোটে জেতার পর তা স্পষ্ট করে দিয়েছেন রুবিনা৷

আরও পড়ুন: 'নিজের পায়ে দাঁড়িয়েছি', শোভনের গড় কেড়ে নিয়ে অতীত মনে করালেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়...

advertisement

আর এক জয়ী নির্দল প্রার্থী ১৪১ নম্বর ওয়ার্ডের পূর্বাশা নস্করও তৃণমূলের সঙ্গেই যুক্ত ছিলেন৷ টিকিট না পেয়ে নির্দল হয়ে ভোটে দাঁড়ান তিনি৷ ভোটে জয়ের পর পূর্বাশা বলেছেন, 'তৃণমূলে যাওয়ারই ভাবনাচিন্তা করছি৷' সূত্রের খবর, ৪৩ নম্বর ওয়ার্ডের জয়ী নির্দল প্রার্থী আয়েশা কানিজও তৃণমূলেই যোগ দিতে চলেছেন৷

তিন নির্দল প্রার্থী যে তৃণমূলেই যোগ দিচ্ছেন তা স্পষ্ট করে দিয়ে ফিরহাদ হাকিম বলেছেন, 'তিন জনের সঙ্গেই কথা হয়েছে৷ ওঁদের বলা হয়েছে দলে যোগ দেওয়ার জন্য আবেদন করতে৷ তার পর বিষয়টি ভেবে দেখা হবে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে তিন অনামী নির্দল বাজিমাত করলেও যে দুই নির্দল প্রার্থীর দিকে সবার নজর ছিল সেই দু' জন অবশ্য হতাশই করেছেন৷ ৬৮ নম্বর ওয়ার্ডে তনিমা চট্টোপাধ্যায় এবং ৭২ নম্বর ওয়ার্ড থেকে লড়াই করা সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Election Results 2021: ২০১৫-র পুনরাবৃত্তি, ভোটে জিতেই তৃণমূলের পথে তিন নির্দল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল