TRENDING:

ফিকে হচ্ছে নস্টালজিয়া ! আকাশ নয়, মোবাইলে ঘুড়ি ওড়াতে ব্যস্ত খুদেরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ঘুড়ি কথা বলে ! ঘুড়িকে ঘিরে ছাদে ছাদে যুদ্ধ। অন্য সবে পাঞ্জার জোর, ঘুড়িতে মাঞ্জার। ঘুড়ির জন্যই আকাশের দিকে তাকানো। বিশ্বকর্মায় সবাই মিলে ছাদে উঠে ঘুড়ি উৎসব। কিন্তু সময় বদলিয়েছে। এখন মাঠ, বাড়ির ছাদ ছেড়ে মোবাইল ফোনে ঘুড়ি ওড়াতে ব্যস্ত খুদেরা। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শহরে ঘুড়ি ওড়ানোয় নয়া ট্রেন্ড। হারিয়ে যাচ্ছে একসঙ্গে ঘুড়ি ওড়ানোর মজা।
advertisement

তাহলে ঘুড়ি উৎসবও কি হারিয়ে যেতে বসেছে? মাঠে দাপিয়ে বেড়ানো, ছাদে উঠে হুল্লোড়। সবই কি অতীত? প্রযুক্তির দাপটে তাও সম্ভব। মাঠে বা ছাদে নয়, এখন মোবাইলেই বুঁদ খুদেরা। জল-কাদা আর রোদ্দুর বাঁচিয়ে আরামে ঘরে বসে ঘুড়ি ওড়ানো। এতেই এখন অভ্যস্ত শহুরে খুদেরা।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

অভিভাবকদের মত-- বাইরে বেরলে শরীর খারাপ হতে পারে। তাছাড়া পড়াশোনার চাপও রয়েছে। তাই এই বিকল্প ব্যবস্থা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ফিকে হচ্ছে নস্টালজিয়া ! আকাশ নয়, মোবাইলে ঘুড়ি ওড়াতে ব্যস্ত খুদেরা