আরও পড়ুন : নিজের রান্না দিয়ে ঘোল খাওয়ান সবাইকে! রইল গরমে রান্নায় ঘোল ব্যবহারের দুর্দান্ত ৫ উপায়!
পাশাপাশি তিনি এও জানান, ২ বছর আগে আমরা বিদেশ যেতাম।আলোচনা করতাম। শিল্পের প্রতিনিধিদল যেত আমাদের সঙ্গে। শেষ দু'দিন অসাধারণ সাফল্য এসেছে। আমরা শুধু কলকাতার মধ্যেই সীমাবদ্ধ থাকিনি। জেলাগুলোতেও গিয়েছি।
advertisement
আরও পড়ুন : কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি শুরু আজ থেকেই! চলবে ক'দিন? হাওয়া অফিসের আপডেট
মুখ্যমন্ত্রী আরও বলেন, "সেক্টরিআল কমিটিগুলো সারাবছর ধরে কাজ করবে। প্রতিমাসে ১ বার করে তাঁরা দেখা করবেন। পলিসি চেঞ্জ নিয়ে মতামত দেবেন। ১৩৭টা মৌচুক্তি হয়েছে এর মধ্যেই৷ ৩,৪২,৩৭৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছি। আগের ৫ বছর ১২ লক্ষ কোটি টাকার প্রস্তাব এসেছিল। তার মধ্যে অনেকগুলো কার্যকরী হয়েছে। অনেকগুলো কার্যকরের পথে। ২৬ টা হেলিকপ্টার সেন্টার করেছি আমরা।"
ধন্যবাদ জ্ঞাপন করতেও ভোলেননি তিনি৷ অমিত মিত্র, মুখ্যসচিবদের কৃতজ্ঞতা জানান৷ মহামারি আসবে যাবে, কিন্তু উন্নয়ন চলতে থাকবে। আমাদের এভাবে থামানো যাবে না। তাই এই অবিস্মরণীয় সাফল্য৷ এবার সবাই এমন সম্মেলন আয়োজন করবে। এটা শিল্পের জন্য উৎসব।