TRENDING:

সেলিপুরপল্লিতে ‘অন্তঃস্থ শক্তি’, ৯৩তম বর্ষে জীবন-মৃত্যুর মেলবন্ধন

Last Updated:

জীবন এগোয় নিজের নিয়মে। হিসেব বুঝে নেয় মৃত্যু। শেষেরও শুরু থাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জীবন সকলেরই প্রিয়। ধুমধাম তার উদযাপন। তবু মৃত্যু অনিবার্য। তারপর? সত্যি কী আত্মা অবিনশ্বর? প্রশ্নের ভিড়ে উত্তর খোঁজে তিরানব্বই বছরে পা দেওয়া সেলিমপুর পল্লি। মণ্ডপ জুড়ে উৎসব-যাপন।
advertisement

জীবন এগোয় নিজের নিয়মে। হিসেব বুঝে নেয় মৃত্যু। শেষেরও শুরু থাকে। শরীর পঞ্চভূতে বিলীন হলেও, আত্মার নাকি ক্ষয় নেই। অন্তঃস্থ সেই শক্তি এবার দক্ষিণ কলকাতার সেলিমপুরপল্লির পুজোর থিম।

মণ্ডপ জুড়ে আশা-নিরাশার ছবি। কোথাও জন্মের উদযাপন। কোথাও মৃত্যুর স্তব্ধতা। বাল্ব, বাঁশ,খাট, সিঁ়ড়ি, নামাবলিতে যেন জীবনের বৃত্ত সম্পূর্ণ। শিল্পীর ভাবনায়, মৃন্ময়ীর চিন্ময়ী হয়ে ওঠাও অনেকটা জীবনেরই মত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৯৩ বছরে পা দেওয়া সেলিমপুর পল্লির দুর্গার কারিগর বর্ধমানের শিল্পী সিদ্ধার্থ পাল।

বাংলা খবর/ খবর/কলকাতা/
সেলিপুরপল্লিতে ‘অন্তঃস্থ শক্তি’, ৯৩তম বর্ষে জীবন-মৃত্যুর মেলবন্ধন