TRENDING:

তোপসিয়ায় ভেঙে পড়ল দশ ফুটের প্রাচীর, মৃত ১ শিশু, গুরুতর আহত অনেকে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  সব কিছুই ঠিক ছিল। বিকেল বেলায় বাচ্চারা খেলা করছিল তোপসিয়ার জিন মসজিদ এলাকার গলিতে। ব্যস্ত ছিল রাস্তাঘাট। হটাৎই ঘটে গেল বিপদ। যেখানে বাচ্চারা খেলছিল তার পাশে ছিল প্রায় দশ ফুট উঁচু একটি প্রাচীর। পরিচিত গলিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল। বৃহস্পতিবার পূর্ব কলকাতার তোপসিয়ার ঘটনা। দেওয়াল চাপা পড়ে মৃত্য হয় এক শিশুর। গুরুতর আহত কমপক্ষে ৪ জন।
advertisement

তোপসিয়ার জিন মসজিদ এলাকার একটি গলির মধ্যে ওই পুরনো প্রাচীরটি ভেঙে পড়ে। এলাকাবাসীদের দাবি ওই ফুট দশেক উঁচু ওই প্রাচীরের গায়ে বেশকিছুদিন ধরে বালি জমা করা ছিল। পুরনো প্রাচীরে বালির জল ঢোকার ফলেই তা ভেঙে পড়ে। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই উদ্ধারকার্যে নেমে পড়েন এলাকার মানুষজন। তারাই ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের বের করে আনেন। প্রাচীরটি যে গলির ওপরে দাঁড়িয়েছিল সেই জায়গা বেশ ব্যস্ত থাকে। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারতো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

ঘটনার খবর পেয়েই চলে আসেন জাভেদ খান ও বিশাল পুলিস বাহিনী। আহতদের উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজে পাঠানো হয়। এলাকায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনাস্থলে চলে আসেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধায়। তিনি বলেন, কেন প্রাচীর ভেঙে পড়ল, এর পেছনে কারও গাফিলতি রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে। দোষীরা শাস্তি পাবে। তবে এখনও তেমন কোনও কার‍ণ খুঁজে বার করা যায়নি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
তোপসিয়ায় ভেঙে পড়ল দশ ফুটের প্রাচীর, মৃত ১ শিশু, গুরুতর আহত অনেকে