ইতিমধ্যেই ৪৫ লক্ষেরও বেশি বাড়িতে বাড়িতে নল বাহিত জলের সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে রাজ্যের তরফে। যদিও ডিসেম্বর মাসের মধ্যে সেই টার্গেট ৬০ লক্ষ করার দেওয়া হয়েছে বিভিন্ন জেলাগুলিকে। ইতিমধ্যেই তার প্রস্তুতি চলছে জোর কদমে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরে। একাধিকবার রাজ্যের মুখ্য সচিব জেলাগুলিকে নিয়ে বারবার বৈঠক করেছেন। সম্প্রতি কেন্দ্রের জল জীবন মিশন প্রকল্পের অধীনে থাকা আধিকারিকরা এ নিয়ে রাজ্যের সঙ্গেও বৈঠক করেছে। রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায় ও এদিন এই বিষয় নিয়ে পর্যালোচনা করেন বলেই জানা গেছে। ইতিমধ্যেই এই স্বীকৃতিতে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি বলেন "বাংলাই পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে।"পাশাপাশি টুইট করে আধিকারিকদেরও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
advertisement
আরও পড়ুন: FlipKart-এ অর্ডার করেছিলেন ল্যাপটপ! বক্স খুলতেই মাথায় হাত যুবকের! কী এলো? বড় চমক
এর আগেও একাধিকবার রাজ্য এই বাড়িতে বাড়িতে নলবাহিত জলের সংযোগ পৌঁছে দেওয়া নিয়ে শীর্ষস্থান অধিকার করেছে। পুজোর আগে অবশ্য এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের আধিকারিকরা। রাজ্যের একাধিক প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করে রেখেছে। ১০০ দিনের কাজ, গ্রামীণ আবাস যোজনা, সড়ক যোজনা সহ কয়েকটি প্রকল্পে টাকা বন্ধ করে দেওয়ায় বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যের বকেয়া পাওনা নিয়েও একাধিকবার কেন্দ্রের কাছে দাবি রেখেছেন মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেন্দ্রের থেকে এই স্বীকৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন নবান্নের প্রশাসনিক মহল।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়