জানা গিয়েছে, এই পুজোয় অংশ নেবেন সাধুরা। প্রথমে বাগবাজার ঘাটে হবে স্নান৷ তারপর, সেখান থেকে মিছিল করে আসা হবে ধর্মতলায়। এরপরে ধর্মতলাতেই অনুষ্ঠিত হবে ধর্মঠাকুরের পুজো৷ আগামী ৫ থেকে ৯ মে, ৫ দিন ধরে ধর্মতলায় চলবে এই পুজোপাঠের অনুষ্ঠান৷ হবে হোম-যজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠানও।
advertisement
সূত্রের খবর, এই পুজো অনুষ্ঠান আয়োজন করছেন বঙ্গকুম্ভ মেলা পরিষদের সদস্যেরা। তবে আনুষ্ঠানিকভাবে এর আয়োজক বঙ্গকুম্ভ মেলা পরিষদ হলেও, এর পিছনে নাকি রয়েছে বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ। এর আগে যেমন গঙ্গা আরতি এবং গঙ্গা-তর্পণ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তেমনই এবার ধর্মতলায় ধর্মপুজোর আয়োজন হচ্ছে বলে সূত্রের খবর।
ধর্মতলা শান্তি মিছিল দেখেছে, বাস ভাড়া বৃদ্ধি প্রতিবাদে মিছিল দেখেছে, দেখেছে আরও কত প্রতিবাদী মিছিল। কত মিছিলের ইতিহাস রয়েছে এই ধর্মতলা চত্বর জুড়ে। এবার সেই প্রাণকেন্দ্রেই হতে চলেছে এই অনুষ্ঠান৷ যা নিয়ে গেরুয়া শিবিরে তৎপরতাও তুঙ্গে৷
ভেঙ্কটেশ্বর লাহিড়ী