TRENDING:

West Bengal Election Results 2021: 'বাংলাই পারে...এখন প্রথম কাজ করোনা নিয়ন্ত্রণ', রাজ্য়বাসীকে ধন্যবাদ মমতার

Last Updated:

সাংবাদিক বৈঠক এখনও না করলেও কালীঘাটে উপস্থিত হওয়া অগণিত কর্মীদের ধন্যবাদ জানিয়ে মমতা বললেন, 'এই জয় বাংলার জয়। বাংলাই পারে।' এরপরই মমতা স্পষ্ট করে দেন, 'এখন প্রথম কাজ করোনা নিয়ন্ত্রণ। কোভিডের জন্য সকলে যত্ন নিন।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গোটা রাজ্যে সকাল থেকেই ট্রেন্ড পরিষ্কার হয়ে গেলেও নন্দীগ্রামে (Nandigram) সাপ-লুডোর খেলা চলছিল শুরু থেকেই। শেষ পর্যন্ত নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে ১২০০ ভোটে হারালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তারপরই হুইল চেয়ার ছেড়ে বাড়ির বাইরে বেরোলোন মমতা। সাংবাদিক বৈঠক এখনও না করলেও কালীঘাটে উপস্থিত হওয়া অগণিত কর্মীদের ধন্যবাদ জানিয়ে মমতা বললেন, 'এই জয় বাংলার জয়। বাংলাই পারে।' এরপরই মমতা স্পষ্ট করে দেন, 'এখন প্রথম কাজ করোনা নিয়ন্ত্রণ। কোভিডের জন্য সকলে যত্ন নিন।'
জয়ী মমতা
জয়ী মমতা
advertisement

বিজয় মিছিল নিয়েও দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন মমতা। বলেছেন, 'বিজয় মিছিল এখনই নয়। আপনারা সকলে বাড়ি গিয়ে ভালো করে স্নান করুন। সকলে মাস্ক পরুন। বিজয় মিছিল নিয়ে পরে জানানো হবে।'

এদিন, রাজ্যের ফল নিশ্চিত হতেই দেখা গেল কালীঘাটে নিজের বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে অফিসে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১১ মার্চ নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে পায়ে চোট পেয়েছিলেন মমতা। তারপর থেকে হুইলচেয়ারই ছিল তাঁর সবসময়ের সঙ্গী। সম্প্রতি জানিয়েছিলেন, বাড়ি ফিরতে পারছেন না বলে প্লাস্টার কাটাতে পারছেন না পায়ের। অবশেষে রাজ্যে ফের ক্ষমতায় আসার দিনই নিজের পায়ে উঠে দাঁড়ালেন মমতা।

advertisement

অমিত শাহ প্রায় পড়েই ছিলেন বাংলায়। নরেন্দ্র মোদি প্রায় প্রতি সপ্তাহে এসে সভা করেছেন রাজ্যে। দাবি করেছেন, বিজেপির জেতা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু রবিবার বাংলার ফলাফল ঘোষণা শুরু হতেই দিকে-দিকে সবুজ ঝড় ওঠে। প্রায় ২০০ আসনে এগিয়ে যেতে শুরু করে তৃণমূল। শাসক দল ছেড়ে বিজেপি নাম লেখানো নেতারাও একেএকে ধরাশায়ী হতে থাকেন। কিন্তু টানটান উত্তেজনা ছিল নন্দীগ্রাম নিয়ে। শেষ লগ্নে এসে সেই নন্দীগ্রামেও তৃণমূল নেত্রী ১২০০ ভোটে হারান শুভেন্দু অধিকারীকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এরপরই নিজের ঘর ছেড়ে বেরিয়ে এসে দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দেন তিনি। ভোটের ট্রেন্ড স্পষ্ট হয়ে যাওয়ার পরপরই জাতীয় স্তরের সকল বিরোধী নেতাই শুভেচ্ছা জানান মমতাকে। অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং'ও।

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Election Results 2021: 'বাংলাই পারে...এখন প্রথম কাজ করোনা নিয়ন্ত্রণ', রাজ্য়বাসীকে ধন্যবাদ মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল