TRENDING:

Primary TET Examination: কড়া নিরাপত্তায় টেট পরীক্ষা, উৎসাহী পরীক্ষার্থীরা কেন্দ্রে হাজির সময়ের আগে

Last Updated:

টেট নির্বিঘ্নে পরিচালনা করাই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আজ প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট (টিচার্স এলিজিবিলিটি টেস্ট) পরীক্ষা৷ এবছর জেলায় ৩১ টি কেন্দ্রে ১২ হাজার ১৫০ জন পরীক্ষার্থী টেট পরীক্ষা দিচ্ছে। সিঙ্গুরে দুটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ১১০০জন পরীক্ষার্থী। বেলা ১২টা থেকে দুপুর ২.৩০ পর্যন্ত চলবে পরীক্ষা।বায়োমেট্রিক হাজিরা ও তল্লাশির জন্য সকাল ৯ টায় পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেওয়া হবে। সকাল ১১ টার মধ্যে সকল পরিকরার্থীদের পরীক্ষার হলে ঢুকে পড়তে হবে।
advertisement

এডমিট কার্ড ও কলম ছাড়া অন্য কোনও কিছু নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না। পরীক্ষকরা মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে ঢুকতে পারবেন না। সকাল থেকে পরিক্ষার্থীরা ভিড় জমাতে শুরু করেছে পরীক্ষা কেন্দ্রের সামনে। কোনও রকম বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে পরীক্ষা কেন্দ্রের বাইরে।

আরও পড়ুনToday Weather Update: পাহাড়ে জমিয়ে তুষারপাত, সমতলে বৃষ্টির পূর্বাভাস! ঘন কুয়াশার সতর্কতা জারি, জেনে নিন আজকের ঠান্ডার ওয়েদার আপডেট

advertisement

টেট পরীক্ষা ঘিরে এক এক জেলার এক এক রকম ছবি উঠে আসছে৷ রবিবার দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত প্রাইমারি টেট পরীক্ষা। পরীক্ষা দিতে ঘন কুয়াশায় সকাল থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা দিয়েছেন। মুর্শিদাবাদে প্রায় ৪৬০০০ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। পরীক্ষা কেন্দ্র গুলি নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য পুলিশি মতায়েন করা হয়েছে। সকাল সকাল বিভিন্ন স্টেশনে টেট পরীক্ষার উদ্দেশ্যে রওনা দিয়েছেন টেট পরীক্ষার্থীরা।নদিয়ার সীমান্তবর্তী মাজদিয়া স্টেশনে টেট পরীক্ষা দিতে ট্রেন ধরতে হাজির বহু পরীক্ষার্থী।

advertisement

টেট নির্বিঘ্নে পরিচালনা করাই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এবারের টেট-এ আড়াই ঘণ্টা আগে থেকেই পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন বলে জানানো হয়েছিল। তবে যাদবপুর বিদ্যাপীঠ কেন্দ্রে চার ঘন্টা আগেই এসে হাজির পরীক্ষার্থীরা। ২০২২ এরপর ২০২৩ এ টেট পরীক্ষা। ফলে উৎসাহ ধরা পড়ছে পরীক্ষার্থীদের চোখে মুখে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রাথমিক শিক্ষা পর্ষদের পাশাপাশি স্কুল শিক্ষা দফতরের কমিশনারও টেট নিয়ে জেলাগুলির সঙ্গে সমন্বয়ে বজায় রাখবেন বলেই জানানো হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary TET Examination: কড়া নিরাপত্তায় টেট পরীক্ষা, উৎসাহী পরীক্ষার্থীরা কেন্দ্রে হাজির সময়ের আগে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল