TRENDING:

Kolkata Police: দু'প্রান্তের আন্দোলন, অভিযানে শহর অচল, পুলিশের ইন্টেলিজেন্স ব্যর্থ!

Last Updated:

TET Agitation: চাকরি প্রার্থীদের আন্দোলন কলকাতা শহরে সপ্তাহের বেশির ভাগ দিনই থাকে। তবে বুধবারের ঘটনায় পুলিশের অবহেলা ধরা পড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সকাল থেকে দুপুর পর্যন্ত রীতিমতো ধুন্ধুমার শহরের দুই প্রান্তে।হাজরা মোড় থেকে টেট চাকরিপ্রার্থীদের কালীঘাট যাওয়ার অভিযান।অন্যদিকে বাবুঘাট থেকে নেতাজি ইন্ডোর পর্যন্ত এসএলএসটি প্রার্থীদের অভিযান, প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি।
advertisement

বুধবার সারাদিনে দুটি জায়গাতেই পুলিশের ইন্টেলিজেন্স ফেল করেছে বলে অভিযোগ। পুলিশ প্রথমেই বোকা বনে গিয়েছে প্রত্যেকটি জায়গাতে।

আরও পড়ুন- মোদিকে চিঠি, প্রয়োজনে পড়ুয়াদের জন্য দিল্লি যাবেন মমতা! পথ দেখাবেন মুখ্যমন্ত্রী?

সকাল দশটা। টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা বিক্ষিপ্তভাবে দু-চারজন হাজরা মোড়ে জড়ো হতে শুরু করেন। পুলিশ যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে থেকে ৫-৬ জনকে প্রথমে আটক করে।

advertisement

পুলিশ ভেবেছিল, আর কেউ আসবে না। কিন্তু দেখা গেল খানিকক্ষণ পরে কালীঘাটের দিক থেকে একটা মিছিল করে ১০০ জনের মতো হাজরা মোড়ের দিকে আসে। সঙ্গে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা চাকরিপ্রার্থীরাও জড়ো হয়।

সেই সময় পুলিশ সামান্য কিছু ফোর্স নিয়ে ওখানে দাঁড়িয়ে ছিল। হাজরা মোড় ব্যস্ততম জায়গায়। কিছুটা দূরে মুখ্যমন্ত্রীর বাড়ি। সেখানে আধ ঘন্টার বেশি অবরোধ-বিক্ষোভ চলে। যদিও পুলিশ সবাইকে আটক করে নিয়ে যায়। তার মধ্যে একজন বেশ অসুস্থ হয়ে পড়ে।

advertisement

অন্যদিকে বাবুঘাটে এসএলএসটি চাকরি প্রার্থীরা যখনই হাওড়ার দিক থেকে নদী পার হয়ে আসে, তখন কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করে।যেহেতু শিক্ষিতরা আন্দোলন করছে, তাই তাঁরা আন্দোলনের আদল পাল্টে ফেলেন মুহূর্তে।

নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী এসেছিলেন। তাই আন্দোলনকারীরা ইডেনের সামনের মাঠ থেকে অতি দ্রুত মিছিল করে প্রায় নেতাজি ইন্ডোর সামনাসামনি এসে পৌঁছায়। এক্ষেত্রে পুলিশ গা-ছাড়া দিয়েছিল। যদিও শেষমেশ ম্যানেজ করে পুলিশ।

advertisement

গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় রাজু দাস নামে একজন গাড়ি থেকে পড়ে যায়। তাঁকে পুলিশ হাসপাতালের দিকে নিয়ে যায়।  আশ্চর্যের বিষয়, দুটি ঘটনার ক্ষেত্রে পুলিশের ইন্টেলিজেন্সের ব্যর্থতা দেখা যায়।

আরও পড়ুন- বউ ফিরে পেলেন প্রেমিক স্বামী, ত্রাতা হাইকোর্ট! মেয়ের পরিবারকে ধমক বিচারপতির

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কোনও জায়গাতে পুলিশ অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখেনি। যার ফলে অসুস্থদের খুব খারাপ অবস্থাতেই হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছিল পুলিশকে।  অনেকের প্রশ্ন, ইদানিংকালে প্রতিবাদ সভা ও মিছিল দুটি ক্ষেত্রেই কতিপয় মানুষ এসে শহরকে বিলম্বিত করছে। সেক্ষেত্রে পুলিশ প্রথমে দর্শকের ভূমিকায় থাকছে কেন?

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Police: দু'প্রান্তের আন্দোলন, অভিযানে শহর অচল, পুলিশের ইন্টেলিজেন্স ব্যর্থ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল