শুক্রবার নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার প্রকাশ করে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ১০ মিনিট আগে, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে না ঢুকলে সই করার খাতায় পড়বে লাল কালির দাগ।
আরও পড়ুনঃ বড়দিনের ছুটি ছারখার! রাত পোহালেই আমূল বদলাবে আবহাওয়া, কোথায় কোথায় বৃষ্টি? জানুন পূর্বাভাস
দফতরের নির্দেশ অনুযায়ী, এখন ১০ঃ৫০ মিনিটে স্কুলে ঢুকতে হয় শিক্ষক-শিক্ষিকাদের। সেই সময় এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ, নতুন নিয়মে ১০ঃ৪০ মিনিটের মধ্যে স্কুলে পৌঁছে যেতে হবে তাঁদের। সেই সময়ের মধ্যে পৌঁছে না গেলে ‘লেট’ হিসাবে ধরা হবে। একইসঙ্গে আরও নিদেশ দেওয়া হয়েছে, ১১ঃ১৫ মিনিটের পরে কেউ স্কুলে ঢুকলে সেই দিনটি ছুটি হিসাবে ধার্য হবে।
advertisement
নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী, শিক্ষকরা কতক্ষণ ক্লাস নিচ্ছেন, কটা ক্লাস নিচ্ছেন, নিজেদের ডায়েরিতে তা নথিভুক্ত রাখতে হবে, হিসেব রাখবেন প্রধান শিক্ষকও। স্কুলের প্রধান শিক্ষকরা সারা সপ্তাহের যে রুটিন তৈরি করেন, তা প্রতি সপ্তাহে পাঠাতে মধ্যশিক্ষা পর্ষদকে।
তথ্যঃ সোমরাজ বন্দ্যোপাধ্যায়