পূর্ব মেদিনীপুরের বিচুনিয়া জগন্নাথ বিদ্যামন্দিরের ইংরেজির শিক্ষক দীপক জানার বিরুদ্ধে সিবিআই অনুসন্ধানের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। যেহেতু নিয়োগ দুর্নীতির অন্য মামলায় তদন্ত করছে সিবিআই, তাই এই মামলাও খতিয়ে দেখার জন্য সিবিআইকে দিল আদালত।
advertisement
অভিযোগ, ২০১৮ সাল থেকে গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাথমিক শিক্ষক-সহ একাধিক দফতরে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রায় ৫ কোটি টাকার প্রতারণা করেছেন দীপক জানা। টাকা দিয়েও চাকরি না পাওয়ায় দায়ের হয় FIR । তদন্ত স্বচ্ছতার সঙ্গে হচ্ছে জনগণের কাছে এটা পরিষ্কার হওয়া দরকার। এমনই মন্তব্য বিচারপতির।
নিয়োগ দুর্নীতিতে রোজ নতুন নতুন তথ্য সিবিআইয়ের কাছে আসছে। আর্থিক লেনদেনের হদিশ পাওয়া যাচ্ছে। মন্তব্য বিচারপতির। কিন্তু তার মানে এই নয় যে সব অভিযোগের তদন্তভার সিবিআইকে দিতে হবে। মন্তব্য বিচারপতির। ১ লা মে পরবর্তী শুনানি।
ওই শিক্ষকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিযোগ জানান কয়েকজন চাকরিপ্রার্থী৷ ২০১৮ সাল থেকে এখনও পর্যন্ত চাকরি পাইয়ে দেবার নামে প্রায় ৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। তদন্তকারী সংস্থার বদল চেয়ে আদালতের দ্বারস্থ হন তাঁরা।
অর্ণব হাজরা