আরও পড়ুন: লালন মৃত্য়ু রহস্য়ে পুলিশের এফআইআর-কে চ্য়ালেঞ্জ, হাইকোর্টে সিবিআই! আজই শুনানি
অভিযোগে বলা হয়েছে, এই ক্ষেত্রে চাকরির বয়সসীমা ৪০ বছর৷ তার থেকে বেশি বয়সে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে৷ বিচারপতি বসু বলেছেন, ‘‘এসএসসির দেওয়া মেধাতালিকা তথ্যেই স্পষ্ট হয়েছে বয়স পার হওয়ার পরেও চাকরি দেওয়া হয়েছে! এই তথ্যই সিবিআই তদন্তের দরকার। এমন লজ্জাজনক দুর্নীতি দেখলে পুরো প্যানেল বাতিল করে দেব’, স্বাভাবিক কারণে এই বিষয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
এর আগে, বয়সসীমা পার হওয়ার পরেও চাকরি, সঙ্গে শিক্ষাগত যোগ্যতা নম্বর বাড়ানোর অভিযোগে মামলা হয়। এই মামলার পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসে৷ এ দিন এসএসসি মেধাতালিকা তুলে আদালতে দেখানো হয়৷ সেখানে উঠে আসে এক চাকরিজীবীর কথা৷ নবম-দশমে এমপ্যানেলড হয়েছেন সোমা দাস, অথচ তাঁর জন্ম ১৯৭৫ সালে৷