TRENDING:

লক্ষ্য ২০১৯ ! গেরুয়া রুখতে মহাজোটে জিগনেশ মেওয়ানিকে চান মমতা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কয়েক মাসের অপেক্ষা ৷ দোড়গোড়ায় ২০১৯ সালের লোকসভা নির্বাচন ৷ মহাজোট বনাম বিজেপি ! নির্বাচনের লড়াইয়ে বিজেপির বিরুদ্ধে ক্রমশ একজোট হচ্ছে বিরোধীরা ৷ এবার গুজরাতের দলিত নেতা জিগনেশ মেওয়ানির সঙ্গেও মহাজোট গড়ার পরিকল্পনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement

সোমবার জিগনেশ মেওয়ানির সঙ্গে একান্তে বৈঠক করেন মমতা ৷ সেই বৈঠকেই লোকসভা নির্বাচনের লক্ষ্যে একজোট হওয়ার প্রস্তাব দিলেন মমতা ৷ রাজনৈতিক বিশ্লেষকদের মত, দিল্লিতে এই মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক তৃণমূল নেত্রী৷ বিজেপি বিরোধী জোটের অন্যতম মুখ তিনি ৷ ইতিমধ্যেই বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলির নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপির বিজয় রথের চাকা রুখতে একেবারে কোমর বেঁধে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিরোধী পক্ষকে একচুল জমি ছাড়তে নারাজ তিনি ৷

advertisement

আগামী ১৯ জানুয়ারি ব্রিগেডে সভার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই লোকসভায় লড়াই শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সমাবেশেই জিগনেশ ছাড়াও একাধিক রাজ্যের নেতা-নেত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: সন্ত্রাস রুখতে একজোট হয়ে লড়বে কেন্দ্র, সাংবাদিক বৈঠকে বললেন রাজনাথ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

একটি জাতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় জিগনেশ জানিয়েছেন, বাংলায় ২৭ শতাংশ মানুষ দলিত এবং আদিবাসী ৷ তাদের একাধিক সমস্যা নিয়ে কথা হয়েছে মমতা ব্যানার্জীর সঙ্গে ৷ পাশাপাশি ১৯-র নির্বাচনে বিজেপিকে রুখতে বেশ কিছু রণকৌশল নিয়েও আলোচনা হয়েছে ৷ তিনি আমাকে মহাজোটে যোগ দেওয়ার জন্যও আহ্বান জানিয়েছেন ৷’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
লক্ষ্য ২০১৯ ! গেরুয়া রুখতে মহাজোটে জিগনেশ মেওয়ানিকে চান মমতা