এই দুর্ঘটনায় আহত হয় ১৫ জন। তিন জনকে কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হলেও বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। ঘটনাস্থলে কালনা থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগায়।
আরও পড়ুন: সন্দেশখালি কাণ্ডে আক্রান্ত আধিকারিকদের বিরুদ্ধেই FIR! প্রশ্ন তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ED
advertisement
এদিকে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে এক পিক আপ ভ্যান বোঝাই নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ। আনুমানিক এই কাফ সিরাপের মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। রায়গঞ্জের পানিশালা থেকে গঙ্গারামপুরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: নেতৃত্বের দ্বন্দ্ব রেয়াত নয়! আজ কালীঘাটে দলীয় বৈঠকে মমতা, চমকে ঠাসা নামের তালিকা
বুধবার সাড়ে ১০টা নাগাদ রায়গঞ্জের রূপাহারে দেখা গেল এমন দৃশ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে এদিন সকাল ৭ টা নাগাদ রূপাহারে ওই পিক আপ ভ্যানটিকে আটক করে পুলিশ উদ্ধার হয় ৬০ পেটি নিষিদ্ধ কাফ সিরাপ। আটক করা হয়েছে পিক আপ ভ্যান চালককে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রূপাহার এলাকায়।