এ বার সেই সেতু ৪ লেনের সেতু হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। ভারবহন ক্ষমতাও বৃদ্ধি পেতে চলেছে এই সেতুর। এই ব্রিজের আগে যেখানে ১৫০ টন ভারবহন ক্ষমতা ছিল সেখানে এখন নতুন ব্রিজের ভারবহন ক্ষমতা হচ্ছে ৩৫০ টন অর্থাৎ দ্বিগুণেরও বেশি। বড় স্বস্তির খবর উত্তর কলকাতা এবং উত্তর শহরতলির মানুষের জন্য। শীঘ্রই সম্পূর্ণ হতে চলেছে টালা ব্রিজ নির্মাণের কাজ। পূর্ত দফতরের প্রধান সচিব অন্তরা আচার্য বলেন, 'পুজোর আগেই সূচনা হয়ে যাবে এই ব্রিজের। ব্রিজের মূল নির্মাণকাজ প্রায় শেষ। চলছে রাস্তার অংশের ঢালাই এবং গার্ডওয়াল রং করার কাজ'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন মহালয়ার আগেই ব্রিজ নির্মাণের কাজ সম্পূর্ণ করে তা উদ্বোধন করতে। সেই মতোই পূর্ত দফতর একপ্রকার যুদ্ধকালীন তৎপরতাতেই নির্দিষ্ট সময়ের মধ্যে টালা ব্রিজের কাজ শেষ করতে চাইছে।
advertisement
আরও পড়ুন: ৬ প্রশ্ন ভুল, প্রাথমিকে দিতে হবে ২৩ দিনে ২৩ চাকরি! নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
আরও পড়ুন: বাংলায় আরও ৮৯ হাজার শিক্ষক নিয়োগ! বিরাট ঘোষণা মমতার, করলেন আফশোসও
বলাবাহুল্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে টালা ব্রিজে যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়। এর কিছু দিনের মধ্যেই টালা সেতু ভাঙার কাজও শুরু হয়ে যায়। উত্তর কলকাতার এই গুরুত্বপূর্ণ সেতুর স্বাস্থ্য পরীক্ষার পর জানা গিয়েছিল, তার জীর্ণ অবস্থার কথা। তার পরেই রেলের সঙ্গে দফায় দফায় আলোচনার পর সেতুটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে সেই টালা ব্রিজ এখন উদ্বোধনের অপেক্ষায়।
VENKATESWAR LAHIRI