মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই শহরের উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে প্রশাসন। কিছুদিন আগেই টালা ব্রিজের পরীক্ষা করে কেন্দ্রীয় বিশেষজ্ঞ সংস্থা রাইটস। রিপোর্টে কলকাতা শহরের সঙ্গে উত্তর চব্বিশ পরগনার সংযোগকারী গুরুত্বপূর্ণ টালা ব্রিজে ত্রুটি ধরা পড়েছে। বৃহস্পতিবার নবান্নে বৈঠকে বসে প্রশাসন। সেখানেই সিদ্ধান্ত,টালা ব্রিজের উপর ভারী যান চলাচল বন্ধ। টালা ব্রিজে বাসও উঠবে না। ভারী যান চলাচল আটকাতে ব্রিজে বসবে হাইটবার। ব্রিজে চলবে শুধুমাত্র ছোট গাড়ি। ব্রিজের ওজন কমাতে সরছে গ্যাসের পাইপ।
advertisement
উনিশশো বাষট্টিতে চালু। ছ'শো পঁচাত্তর মিটার দীর্ঘ ছেচল্লিশ বছরের পুরোন টালা ব্রিজের অবস্থা বেহাল।
শহরের গুরুত্বপূর্ণ এই ব্রিজে ভারী গাড়ির নো এন্ট্রি। যানজট এড়াতে বিকল্প রুটের ব্যবস্থা করেছে প্রশাসন।
- চিত্তরঞ্জন অ্যাভিনিউ থেকে চিৎপুর রোড-কাশীপুর রোড-গোপাললাল ঠাকুর রোডে বাস-লরি চলাচল
- চিৎপুর রোড থেকে খগেন চ্যাটার্জি রোড
- চিৎপুর লকগেট ফ্লাইওভার দিয়ে বিটি রোডে ভারী গাড়ি চলাচল
- চিড়িয়া মোড় থেকে দমদম রোড, নাগেরবাজার, যশোর রোড
- দমদম রোড, সেভেন ট্যাঙ্ক রোড, নর্দান অ্যাভিনিউ, ইন্দ্র বিশ্বাস রোড হয়ে বেলগাছিয়া
- পাইকপাড়া থেকে টালা হয়ে বেলগাছিয়ার দিকে ভারী গাড়ি চলাচল
জরাজীর্ণ অবস্থা। তাই পুরোন ব্রিজ ভেঙে নতুন করে ব্রিজ তৈরির পক্ষেই বিশেষজ্ঞদের একাংশের মত। বৃহস্পতিবার থেকেই ব্রিজের পরবর্তী পরীক্ষা শুরু করেছে রাইটস।
