TRENDING:

Swine Flu: একই উপসর্গ, করোনার মোড়কে ফাঁকি দিচ্ছে সোয়াইন ফ্লু! শহরে আক্রান্ত ১৯

Last Updated:

করোনার (Corobavirus) বাড়বাড়ন্তের মধ্যেই বর্ষা শুরু হতে না হতেই কলকাতায় হানা দিয়েছে সোয়াইন ফ্লু (Swine Flu)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা- করোনার সব উপসর্গই থাকছে৷ কিন্তু পরীক্ষা করালে রিপোর্ট আসছে নেগেটিভ৷ রোগী ম্যালেরিয়ায় আক্রান্ত ভেবে সেই পরীক্ষাও করাতে দিচ্ছেন বহু চিকিৎসক৷ কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে রোগী আক্রান্ত হয়েছেন সোয়াইন ফ্লু-তে৷
advertisement

করোনার বাড়বাড়ন্তের মধ্যেই বর্ষা শুরু হতে না হতেই কলকাতায় হানা দিয়েছে সোয়াইন ফ্লু৷ গত কয়েকদিনে ইতিমধ্যেই কলকাতার ১৯ জন বাসিন্দা সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন৷ স্বস্তির খবর, তাঁদের মধ্যে ১৩ জন সুস্থও হয়ে উঠেছেন৷ সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী হওয়ায় পরিস্থিতির দিকে নজর রাখছে রাজ্য স্বাস্থ্য দফতরও৷ সাধারণত বর্ষার শুরু থেকে পুজো পর্যন্ত সোয়াইন ফ্লু-র সংক্রমণের ভয় থাকে৷

advertisement

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতায় যে ১৯ জন এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে চারজন খিদিরপুর মেটিয়াবুরুজ এলাকার বাসিন্দা

৷ তিনজন বেহালার বাসিন্দা, গড়িয়াহাট এলাকার দু' জন, যাদবপুরের দুই বাসিন্দা, তিন জন কসবার, তিনজন কাঁকুড়গাছি এলাকার এবং দু' জন সল্টলেকের বাসিন্দা৷ তবে এখনও পর্যন্ত কোনও ক্ষেত্রেই সোয়াইন ফ্লু মারাত্মক রূপ নেয়নি৷

advertisement

যদিও চিকিৎসকরা করোনার মতোই সোয়াইন ফ্লু নিয়েও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন৷ কারণ সোয়াইন ফ্লু অত্যন্ত সংক্রমক৷ ফলে বাড়িতে একজন আক্রান্ত হলে বাকি সদস্যদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি৷ বেহালার নারায়ণ মেমোরিয়াল হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞ ধ্রুব ভট্টাচার্য বলেন, 'রোগীদের মতো সোয়াই ফ্লু নিয়েও অত্যন্ত সতর্ক থাকা উচিত৷ উপসর্গ থাকা সত্ত্বেও করোনার ফল নেগেটিভ এলে অনেক ক্ষেত্রেই চিকিৎসকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন৷ কিন্তু দেখা যায়, সেই রোগী হয়তো সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন৷ ফলে চিকিৎসকদেরও সচেতন হতে হবে৷' জ্বর, সর্দি, গলা ব্যথা, কফের সঙ্গে শুকনো কাশি, মাথা ব্যথার পাশাপাশি মাংস পেশিতে ব্যথা, ডায়েরিয়াও সোয়াইন ফ্লু-র উপসর্গ হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ ফলে করোনার সব উপসর্গের সঙ্গে সোয়াইন ফ্লু-র মিল রয়েছে৷ এই ধরনের উপসর্গ তিন দিনের বেশি থাকলেই প্রথমে করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ধ্রুব ভট্টাচার্য৷ করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসা সত্ত্বেও উপসর্গগুলি স্থায়ী হলে সোয়াইন ফ্লু নির্ণয়ে প্রয়োজনীয় পরীক্ষা করিয়ে নেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি৷

advertisement

সূত্রের খবর, গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ খুব শিগগিরই সোয়াইন ফ্লু নিয়েও বিশেষজ্ঞদের মতামত সহ গাইডলাইন প্রকাশ করা হতে পারে৷

কয়েক বছর আগে কলকাতায় মারাত্মক আকার নিয়েছিল সোয়াইন ফ্লু৷ বেলেঘাটা আইডি-তে উপচে পড়েছিল রোগী৷ যদিও গত দু'- তিন বছরে সেভাবে কলকাতায় সোয়াইন ফ্লু আক্রান্তের খোঁজ মেলেনি৷ ফলে এখন থেকেই সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

Avijit Chanda

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Swine Flu: একই উপসর্গ, করোনার মোড়কে ফাঁকি দিচ্ছে সোয়াইন ফ্লু! শহরে আক্রান্ত ১৯
Open in App
হোম
খবর
ফটো
লোকাল