TRENDING:

ভোটের ময়দানে নেমে পরাজয়, ফের রাজ্যসভাতেই ফিরছেন স্বপন দাশগুপ্ত

Last Updated:

বিধানসভা নির্বাচনে হুগলির তারকেশ্বর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন স্বপন দাশগুপ্ত (Swapan Dasguota)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভোটের আগে অনেকে তাঁকে এ রাজ্যে বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অন্যতম দাবিদার বলে অনুমান করেছিলেন৷ রাজ্যসভার সাংসদ থাকা অবস্থাতেই তাঁকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছিল দল৷ কিন্তু বিজেপি-র বাংলা দখলের স্বপ্ন যেমন পূরণ হয়নি, একই সঙ্গে স্বপন দাশগুপ্তও ভোটে পরাজিত হয়েছেন৷ তবে স্বপন দাশগুপ্তকে ফের একবার রাজ্যসভাতেই পাঠানোর সিদ্ধান্ত নিল বিজেপি৷ আগের বারের মতো এবারেও রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবেই সংসদে যাচ্ছেন স্বপন৷
advertisement

বিধানসভা নির্বাচনে হুগলির তারকেশ্বর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন স্বপন দাশগুপ্ত৷ কিন্তু নির্বাচনে প্রার্থী হওয়ায় নিয়ম মেনেই তাঁকে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে হয়৷ কারণ তাঁকে মনোনয়ন করেছিলেন রাষ্ট্রপতি৷ ২০২২ সাল পর্যন্ত রাজ্যসভায় মেয়াদ ছিল স্বপন দাশগুপ্তের৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

স্বপন দাশগুপ্ত নির্বাচনে পরাজিত হওয়ার পর একটি মহল থেকে শোনা যাচ্ছিল, তাঁকে হয়তো বিজেপি রাজ্য সভাপতি করা হতে পারে৷ যদিও সেই সম্ভাবনায় জল ঢেলে ফের সংসদেই ফিরছেন স্বপন৷ এ বিষয় এ দিন সরকারি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে৷ তাঁর পদত্যাগের ফলে রাজ্যসভায় একটি আসনই ফাঁকা হয়েছিল৷ সেই আসনেই তাঁকে ফের মনোনীত করেছেন রাজ্যপাল রামনাথ কোবিন্দ৷ ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত ওই পদে থাকবেন তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভোটের ময়দানে নেমে পরাজয়, ফের রাজ্যসভাতেই ফিরছেন স্বপন দাশগুপ্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল