অমিত শাহকে লেখা শুভেন্দু অধিকারীর চার পাতার চিঠিতে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে বোমা মজুত করার চাঞ্চল্যকর অভিযোগ জানিয়েছে শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। পঞ্চায়েত ভোটের আগে বিরোধী দলনেতা এবং বিরোধীদের ওপর হামলা চালানোর উদ্দেশ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বোমা তৈরি করছে তৃণমূল, এই মর্মে অভিযোগ জানিয়ে চিঠিতে শুভেন্দুর দাবি, "শুধু বোমা নয়, বন্দুক, গুলিও মজুত করা হচ্ছে।"
advertisement
আরও পড়ুন: চব্বিশ ঘণ্টার মধ্যেই ইস্তফা! অভিষেকের নির্দেশে 'পদ' ছাড়লেন মারিশদার তিন 'প্রধান'
আরও পড়ুন: ধরাশায়ী 'নন্দকুমার মডেল'? দাঁত ফোটাতে পারল না 'বাম-বিজেপি-কংগ্রেস' জোট!
"বিরোধীদের পাশাপাশি খোদ শুভেন্দু অধিকারীর ওপর বোমা গুলি বন্দুক নিয়েও তৃণমূলীরা আক্রমণ করতে পারে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা চিঠির দ্বিতীয় পৃষ্ঠায় আশঙ্কা প্রকাশ শুভেন্দুর।
এমনকি পঞ্চায়েত দখল করতে রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস তেমন আশঙ্কার উল্লেখও রয়েছে বিস্ফোরক এই চিঠিতে।রাজ্যের পরিস্থিতির বিস্তারিত উল্লেখ করে একদিকে ভূপতি নগরের ঘটনায় NIA তদন্তের আবেদনের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শাসক দলের বোমা গুলি বন্দুক মজুত করার অভিযোগের ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেওয়ারও আবেদন জানান শুভেন্দু অধিকারী।