TRENDING:

১০ হাজার কোটি টাকার ঋণ ইস্যুতে রাজ্যকে চ্যালেঞ্জের সুরে জবাব শুভেন্দুর, মুখ খুললেন চন্দ্রিমাও

Last Updated:

শুভেন্দু অধিকারীর কটাক্ষ, ''সরকারের ডিয়ার লটারি আর মদ বিক্রি করা ছাড়া আর কোনও কিছু থেকেই রাজস্ব আসেনা। যে সমস্ত সামগ্রী থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায় হতে পারতো সেখানেও কাঁটা কাটমানি।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  ঋণ ইস্যুতে রাজ্য সরকারকে জবাব দিলেন শুভেন্দু অধিকারী।  'ঋণ নেওয়ার যেমন সুযোগ থাকে, তেমনি উর্ধ্বসীমার বাঁধনও থাকে। তা জেনেই সরাসরি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে ঋণ না চেয়ে তাই দিল্লির নর্থ ব্লকের ইন্টারনাল ফিনান্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ১০ হাজার কোটি টাকার ঋণের আবেদন করেছে। যে আবেদনের ফাইল এখন আটকে আছে অর্থ মন্ত্রকে। দাবি শুভেন্দু অধিকারীর।
 Suvendu Adhikary challenges Mamata Banerjee's 10 thousand crore loan request
Suvendu Adhikary challenges Mamata Banerjee's 10 thousand crore loan request
advertisement

বিরোধী দলনেতার এও দাবি, 'আরবিআই রাজ্য সরকারকে ঋণ দিতে চাইছে না। কেন্দ্র যদি ছাড়পত্র দেয় তবেই মিলবে ঋণ। রাজ্যের মানুষকে অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে সুরক্ষিত রাখাই বিরোধী দলনেতার দায়িত্ব। ঋণ পেলে রাজ্য সরকার আম আদমির টাকা  নয়ছয় করবে। তাই আমি বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করে এ ব্যাপারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে সতর্ক করেছি। বললেন শুভেন্দু অধিকারী। ঋণ নিয়ে লড়াই অব্যাহত। নিয়ম বহির্ভূত ভাবে রাজ্য সরকার ১০ হাজার কোটি টাকা ঋণের আবেদন করেছে।

advertisement

আরও পড়ুন -  ৮০০০ টাকার থেকেও কম দাম! 5000mAh-র দমদার ব্যাটারি, ফ্লিপকার্টে বেস্টসেলার ফোনের অফার

শুভেন্দুর এই দাবি প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, "জাতীয় আয়ের চেয়ে বাংলার গড় আয় অনেকটা বেশি। এটা কেন্দ্রীয় সরকার তার তথ্যেই স্বীকার করেছে। রাজ্যের জিএসডিপি শেষ এক বছরে ৩-৪ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বাংলার ফিসক্যাল ম্যানেজমেন্ট উন্নত হওয়ায় রিজার্ভ ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার যোগ্যতা বেড়েছে। সবকিছু নিয়ম-কানুন মেনেই ঋণের আবেদন করা হয়েছে। ওঁর ( শুভেন্দু) যদি বাংলার প্রতি এতই টান থাকে তাহলে কেন্দ্রের কাছ থেকে রাজ্যের প্রাপ্য এক লক্ষ কোটি টাকা মেটানোর উদ্যোগ নিন না।’’

advertisement

কার্যত রাজ্যের অর্থমন্ত্রীর সুরেই  কথা বলেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও। শুভেন্দু অধিকারীর কটাক্ষ, ''সরকারের ডিয়ার লটারি আর মদ বিক্রি করা ছাড়া আর কোনও কিছু থেকেই রাজস্ব আসেনা। যে সমস্ত সামগ্রী থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায় হতে পারতো সেখানেও কাঁটা কাটমানি।’’

সেরা ভিডিও

আরও দেখুন
বয়সের ভার তাঁর কাছে 'নস্যি', ঘুরেছেন বিভিন্ন দেশে! কেরামতিতে ফেল করবে যুবকরা
আরও দেখুন

VENKATESWAR  LAHIRI

বাংলা খবর/ খবর/কলকাতা/
১০ হাজার কোটি টাকার ঋণ ইস্যুতে রাজ্যকে চ্যালেঞ্জের সুরে জবাব শুভেন্দুর, মুখ খুললেন চন্দ্রিমাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল