সরকার পক্ষকে বিভিন্ন ইস্যুতে চেপে ধরে বিজেপি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এক মাসের জন্য সাসপেন্ডও করেন অধ্যক্ষ। যদিও শেষমেষ সেই সাসপেনশন প্রত্যাহার করা হয়। শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে, বিধানসভায় তাঁদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে। শুক্রবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘বিরোধীদের জন্যই বিধানসভা। কিন্তু বিরোধীদের আচরণ সংযত থাকা উচিত।’’
advertisement
গত অধিবেশনে বিরোধীরা যেভাবে আচরণ করেছে তা অনুচিত বলেও মন্তব্য করেন অধ্যক্ষ। এই প্রেক্ষাপটে সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন। সেখানে আজ হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের একটি বিল সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য বাজেটও পেশ হবে বৃহস্পতিবার। পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাই আসন্ন অধিবেশনে বিজেপি বিধায়কদের কি ভূমিকা হবে তা নিয়েই আজ মঙ্গলবার বিধানসভায় বৈঠক হবে বলে বিজেপির পরিষদীয় দল সূত্রের খবর।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘সরকারপক্ষ যে ভাষায় কথা বলবে আমরা সেই ভাষাতেই আলোচনায় অংশ নেব।’’ তবে অন্যায় হলে যে প্রতিবাদ হবে সেই ইঙ্গিতও আগেই দিয়ে রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকের বিজেপি বিধায়কদের বৈঠকে কী কৌশল নেওয়া হয় সেদিকেই এখন নজর সকলের। এদিকে প্রথম দিনের অধিবেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকার ও শাসক দলকে বিভিন্ন ইস্যুতে নিশানা করতে দেখা যায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। আগামী দিনেও দুর্নীতি ও বঞ্চনা ইসুতে যে তাঁরা সরব হবেন সে কোথাও সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট করেছেন শঙ্কর ঘোষ।
Venkateshawr Lahiri