কলকাতা: মানহানির মামলায় কলকাতা হাইকোর্টে আগেই স্বস্তি পেয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। সেই মামলায় স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু। সেই মামলায় নিম্ন আদালতে মানহানির মামলার বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্ট। আর এবার, সেই মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য।
advertisement
ব্যক্তিগত কারণে মামলা থেকে অব্যাহতি বিচারপতির, সূত্রের খবর এমনই। এরপর প্রধান বিচারপতি নির্দিষ্ট করবেন পরবর্তীকালে কোন বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হবে।
আরও পড়ুন: শুভেন্দুর উপর হামলার পরই চমকে দিলেন রেখা পাত্র! কী করছেন জানেন? তোলপাড় সন্দেশখালি
প্রসঙ্গত, রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী হলেন পুলক রায়। উলুবেড়িয়ায় এক সভা থেকে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন শুভেন্দু। কেন্দ্রের ‘জল জীবন মিশন’ প্রকল্পে ফেরুল (মূল পাইপ থেকে মুখ জোড়ার যন্ত্রাংশ) কেনা-সহ একাধিক বিষয়ে বেনিয়মের অভিযোগ করেন শুভেন্দু। বিরোধী দলনেতার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মানহানির মামলা করেন মন্ত্রী পুলক।
মন্ত্রীর অভিযোগ ছিল, কোনও প্রমাণ ছাড়াই শুধুমাত্র মৌখিক তথ্যের ভিত্তিতে অবমাননাকর মন্তব্য করছেন বিরোধী দলনেতা। তাঁর ও দফতরের কর্মীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। অবমাননাকর মন্তব্যের জন্য উলুবেড়িয়া মহকুমা আদালতে মানহানি মামলা করেন পুলক রায়। বর্তমানে মামলাটি বিচারাধীন।
মানহানি এই মামলাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন বিধানসভার বিরোধী দলনেতা। শুভেন্দুর আবেদনের ভিত্তিতে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য। হাইকোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্ন আদালতে ওই মানহানি মামলার বিচার প্রক্রিয়া স্থগিত থাকবে বলে হাইকোর্ট জানিয়েছিল। এবার সেই মামলা থেকেই অব্যাহতি নিলেন বিচারপতি।