তবে শুধু গোসাবাই নয়, চার কেন্দ্রেই গণনায় কারচুপির অভিযোগে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার দীনদয়াল উপাধ্যায় ফাউন্ডেশন কমিটির বিজয়া সম্মিলনী উপলক্ষে কলকাতার আইসিসিআর হলে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আরও বলেন, 'বিভিন্ন বুথ থেকে আমাদের হাতে যা তথ্য আসছে তাতে স্পষ্ট গণনায় শাসকদল কারচুপি করেছে। নচেৎ এই ফলাফল অসম্ভব। সব কেন্দ্রেরই EVM পাল্টানো হয়েছে'।
advertisement
এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বক্তব্য, 'গোসাবা শান্তিপুর-সহ বাকি চার কেন্দ্রের বুথে বুথে যেখানে আমাদের কর্মীরা প্রচুর পরিমাণে রয়েছেন সেই বুথেও আমরা মাত্র কয়েকটা করে ভোট পেয়েছি। তাহলে যেটা দাঁড়াচ্ছে তা হল, আমাদের একনিষ্ঠ কর্মীরাই দলের প্রার্থীকে ভোট দেননি। এটা কখনও হতে পারে? সব বুথের ফলাফল হাতে আসুক তারপর আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নেব'।
যদিও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এই বিস্ফোরক অভিযোগকে খুব একটা পাত্তা দিতে রাজি নয় শাসক দল তৃণমূল। তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ বললেন, 'কেন্দ্রীয় বাহিনী ওদের। নির্বাচন কমিশন ওদের। ভোটে গো-হারা হেরে পাগলের প্রলাপ বকছেন। উনি আগে মাথাটা বদলাক। দৃষ্টিভঙ্গি বদলাক। ভাবনাচিন্তা বদলাক। তারপর মেশিন বদলানোর কথা বলবেন।'
আরও পড়ুন: 'দল ছাড়লেই'... বিজেপির 'বিবেক' তথাগত রায়ের ট্যুইটে এবার বিস্ফোরক হুঁশিয়ারি!
'ওনাকে কে বলল যে, বিজেপি কর্মীদের বাড়ির লোকজনের ভোট বিজেপি প্রার্থীকেই পেতে হবে। বিজেপির প্রতি মানুষের যে অনীহা তৈরি হয়েছে তাতে অনেক বিজেপি কর্মীই আর ওনাদের ভোট দিচ্ছেন না। এটাই বাস্তব।' কুণাল ঘোষের পাল্টা দাবি, ব্যর্থতা ঢাকতেই শুভেন্দু অধিকারীর কারচুপির অবান্তর অভিযোগ'।