TRENDING:

Moyna | Suvendu Adhikari: ময়না কাণ্ডে নয়া মোড়! এবার ওসি-র বিরুদ্ধে বড় অভিযোগ শুভেন্দু অধিকারীর, আদালতে যাওয়ার হুঁশিয়ারি

Last Updated:

দলীয় নেতা খুনের প্রতিবাদে গত বুধবার ১২ ঘণ্টার ময়না বনধ চলাকালীন পটাশপুর থানার ওসি রাজু কুন্ডুর বিরুদ্ধে ট্যুইটে বিস্ফোরক অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্য পুলিশের ডিআইজির কাছে রাজু কুন্ডুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শুভেন্দু অধিকারীর। একই সঙ্গে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়ে রাখলেন বিরোধী দলনেতা। কিন্তু কে এই রাজু কুন্ডু? কেন তাঁর বিরুদ্ধে পুলিশের শীর্ষকর্তাকে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী?
advertisement

দলীয় নেতা খুনের প্রতিবাদে গত বুধবার ১২ ঘণ্টার ময়না বনধ চলাকালীন পটাশপুর থানার ওসি রাজু কুন্ডুর বিরুদ্ধে ট্যুইটে বিস্ফোরক অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী৷ সেদিনই সন্ধ্যাবেলায় করা ট্যুইটে লিখেছিলেন, ‘পটাশপুর থানার অফিসার ইনচার্জ রাজু কুন্ডু সহ তাঁর সিভিক ভলান্টিয়ার বাহিনী বিজেপি কর্মী সমর্থকদের উপরে নির্বিচারে লাঠিচার্জ করে’।

আরও পড়ুন: মালদহের যৌথ সভার পরে আজ মুর্শিদাবাদেও মমতা-অভিষেক, নজরে অবশ্য়ই সাগরদিঘি

advertisement

সংবাদ মাধ্যমের কাছে শুভেন্দু এই প্রশ্নও তোলেন যে, ‘‘যেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিভিক ভলান্টিয়ারদের কাজের তালিকার নয়া গাইডলাইন বেঁধে দিয়েছে রাজ্য, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার নামে কী করে তাঁরা লাঠি হাতে বিজেপি কর্মী সমর্থকদের উপরে আক্রমণ চালাল?’’ এক্ষেত্রে আদালত অবমাননা করা হয়েছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী।

সেদিনের ঘটনা নিয়ে বৃহস্পতিবার ফের সোশ্যাল মিডিয়ায় নয়া দাবি করলেন বিরোধী দলনেতা। অভিযুক্ত পুলিশ অফিসার রাজু কুন্ডুর বিরুদ্ধে রাজ্য পুলিশের ডিআইজি ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হওয়ার কথা বললেন শুভেন্দু অধিকারী। ভিডিও ফুটেজ সহ সোশ্যাল মিডিয়ার দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, ‘ময়নার বাকচায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কাঁথি সাংগঠনিক জেলার কার্যকর্তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলনের উপর মমতার পুলিশ আবার আক্রমণ করল। পটাশপুরের ওসি রাজু কুন্ডু সিভিক ভলান্টিয়ারদের সাথে নিয়ে কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি, পেশায় স্কুল শিক্ষক শ্রী মোহনলাল শী সহ বিজেপি কার্যকর্তাদের ব্যাপক মারধর করেন। আহত মোহনলাল বাবুর প্রাথমিক চিকিৎসাটুকুও না দিয়ে তাঁকে গ্রেফতার করা হয়’।

advertisement

আরও পড়ুন: একের পর এক ধসে পড়ছে বাড়ি! কী অবস্থা সমশেরগঞ্জের? পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়

শুভেন্দু আরও বলেন, ‘সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আইনশৃঙ্খলার সঙ্গে জড়িত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের দেওয়া যাবে না। সিভিক ভলান্টিয়াররা ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করতে পারবেন। এছাড়াও, বিভিন্ন উৎসবে ভিড় সামলানো, বেআইনি ভাবে গাড়ি পার্কিং এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সাহায্যকারীর ভূমিকা পালন করবেন। পটাশপুরের ওসি সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করে বিজেপি কার্যকর্তাদের উপর আক্রমণ করে মহামান্য আদালতের সেই নির্দেশের অবমাননা করেছেন। আমি রাজ্য পুলিশের ডিআইজির কাছে দাবি জানাচ্ছি আদালত অবমাননার জন্য পটাশপুরের ওসি রাজু কুন্ডুর বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করার, নচেৎ ন্যায়বিচারের জন্য আদালতের দ্বারস্থ হব’।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ভেঙ্কটেশ্বর লাহিড়ী

বাংলা খবর/ খবর/কলকাতা/
Moyna | Suvendu Adhikari: ময়না কাণ্ডে নয়া মোড়! এবার ওসি-র বিরুদ্ধে বড় অভিযোগ শুভেন্দু অধিকারীর, আদালতে যাওয়ার হুঁশিয়ারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল