১২ ডিসেম্বর, ১৪ ডিসেম্বরের পর এবার এবার ২১ ডিসেম্বর। শুভেন্দু অধিকারী ডিসেম্বর মাসে যে তিনটি তারিখের উল্লেখ করেছিলেন, তার শেষ এবং তৃতীয় দিন বুধবার। যদিও আগের দু'টি তারিখে রাজনৈতিক ভাবে উল্লেখযোগ্য কিছু না ঘটলেও ১২ এবং ১৪ তারিখে যথাক্রমে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু এবং আসানসোলে বিজেপি-র কম্বল বিতরণ অনুষ্ঠানে কম্বল বিতরণ করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। এই দুই ঘটনার কথা উল্লেখ করেই এবার ২১ ডিসেম্বরের জন্য সতর্কবার্তা দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
advertisement
আরও পড়ুন- ভয়ে লুকিয়েছে মেয়েদের তিন প্রেমিক, ২০ সেকেন্ডে খুঁজে বের করতে হবে আপনাকেই
বুধবার বিজেপি নেতাদের থেকে দূরে থাকার জন্য সাধারণ মানুষকে সতর্ক করলেন তিনি। যদিও তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী সাফ জানালেন, ‘‘আমি যে তিনটি দিনের কথা উল্লেখ করেছিলাম তাতে আমি একবারও বলিনি যে সরকার পড়ে যাবে। তবে অপেক্ষা করুন সব হবে। প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দুর্নীতির সঙ্গে যুক্তরাও কেউই ছাড় পাবে না।’’
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই ডিসেম্বর মাসে রাজ্যে বড় কিছু ঘটার দাবি করে আসছিল পদ্ম শিবির। ডিসেম্বর মাস যত এগিয়ে আসে, তত বিরোধী দলনেতার হুঁশিয়ারি নিয়ে জল্পনা বাড়ে রাজ্য রাজনীতিতে। ডিসেম্বর মাসের শুরুতে শুভেন্দু অধিকারীর তরফে একেবারে তিনটি তারিখ ঘোষণায় শোরগোল পড়ে যায়।