তাঁর বিরুদ্ধে মামলা প্রসঙ্গে জবাব দিতে গিয়ে শুভেন্দু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘‘আমার ধর্মের মানুষজন আক্রান্ত হয়েছেন, বাড়িঘর ভাঙ্গা হয়েছে। সেটাই আমি বলেছি। এতে আমার বিরুদ্ধে মামলা করার কী আছে?’’ প্রশ্ন তুলে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক সাফ জানালেন, ‘‘আমার বিরুদ্ধে এই ধরনের মামলা আমি পরোয়া করি না। মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে নন্দীগ্রামে হেরে যাওয়ার পর থেকে এই রকমের মামলা অনেক হয়েছে। আগামী দিনেও আরও মামলার সংখ্যা বাড়বে। তা নিয়ে আমি ভাবিত নই। আমি আগেও একথা বলেছি, এখনও একই কথাতেই অনড় যে, কোনও রকম উস্কানিমূলক মন্তব্য করিনি। বাস্তব ঘটনার কথাই বলেছি।’’
advertisement
আরও পড়ুন- বিচার ব্যবস্থার কাছে গণতন্ত্র বাঁচানোর আবেদন মুখ্যমন্ত্রীর, মমতাকে জবাব দিলেন শুভেন্দু
যদিও মামলাকারী আবু সোহেলের অভিযোগ, সম্প্রতি আসানসোলের নুনিমোড় এবং ২৪ অক্টোবর নন্দকুমারে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে ঘৃণা-ভাষণ দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘কথা বলার অধিকারের সীমা লঙ্ঘন করে লাগাতার উস্কানি ছড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। এতে সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই অপরাধের জন্য তাঁর শাস্তির দাবি জানাচ্ছি। এ ভাবে ঘৃণা-ভাষণ দিলে গ্রেফতার করারও নির্দেশ রয়েছে সর্বোচ্চ আদালতের। আশা করি, আইন নিজের পথে চলবে।’’
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দকুমার থানায় মামলা দায়ের করেন আবু সোহেল। সম্প্রীতি বিরোধী বক্তব্য রাখার অভিযোগে আইনজীবী আবু সোহেল অভিযোগ দায়ের করেছেন। এদিকে শুভেন্দুর বিরুদ্ধে মামলা প্রসঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা দেখছে গেরুয়া শিবির। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিংবা দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের কথায়, ‘‘আমাদের বিরোধী দলনেতা এবং তাঁর পরিবারকে বারবার বিব্রত করার চেষ্টা হচ্ছে। তৃণমূল ত্যাগ করে বিজেপিতে আসাতেই একের পর এক মামলা করা হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।’’