আরও পড়ুন– প্রচুর ময়লা জমেছে? এই কায়দায় পরিষ্কার করলে সিলিং ফ্যান ঘুরবে একেবারে ঝড়ের বেগে!
কার্যত হুঁশিয়ারির সুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্দেশ্যে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু দাবি করলেন, ‘‘যাদবপুরের পড়ুয়ার রহস্যমৃত্যুতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা বিধানসভার অধিবেশনে জানাতে হবে ব্রাত্য বসুকে। না হলে ২২ অগাস্ট বিধানসভায় ‘স্বপ্নদীপ ডে’ হবে। আমি ব্রাত্য বসুকে বলছি আপনি ভাল করে পড়াশোনা করে আসুন। অ্যাকশন টেকেন রিপোর্ট পেশ করতে হবে। না হলে বিধানসভার অধিবেশন চালাতে দেব না। বিজেপি বিধায়করা এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।’’
advertisement
যাদবপুরের পড়ুয়ার রহস্যমৃত্যুতে যখন তোলপাড় রাজ্য, তদন্ত প্রক্রিয়ায় ইতিমধ্যেই পুলিশের জালে বেশ কয়েকজন। একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার ও পুলিশকে নিশানা করে ঘটনার আসল রহস্য উদঘাটনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কিংবা এনআইএ-কে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে সুর চড়িয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট পেশ করা নিয়ে বিধানসভা উত্তাল করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। শুধুমাত্র বিধানসভাতেই নয়, বাইরেও পথে নেমে স্বপ্নদীপের জন্য আন্দোলনের ঝাঁঝ আগামী দিনে যে আরও বাড়বে তা স্পষ্ট করে শুভেন্দু অধিকারীর মন্তব্য,’ শেষ দেখে ছাড়ব।’