বগটুইয়ের ঘটনায় অনুব্রত মণ্ডলের যোগ খুঁজে পেল সিবিআই৷ আপাতত বীরভূমের দাপুটে তৃণমূল নেতা জেলবন্দি অন্য অভিযোগে৷ সেই অভিযোগের পর এবার অনুব্রতর বগটুই কাণ্ডে যোগ খুঁজে পেল সিবিআই। রাজনৈতিক মহলের কাছে যে সংযোগ খুঁজে পাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সিবিআই এই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাশে একটি নালিশ করেছে৷ সিবিআই-এর তরফ থেকে বলা হয়েছে, বগটুই কাণ্ডে অনুব্রত যোগ আরও সন্ধান করে দেখতে চাইছে৷
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়েই 'দিদির সুরক্ষাকবচ'? বিজেপিকে খোঁচা দিয়েই জবাব মমতার
আরও পড়ুন: 'প্রধানমন্ত্রীর মা মারা গেছেন, এ নিয়ে মন্তব্য করব না', হঠাৎ কেন বললেন মমতা?
সিবিআইয়ের দাবি, বগটুইয়ে ঘটে যাওয়া নারকীয় ঘটনার দিন কোথাও অনুব্রতর একটা যোগ ছিল৷ কারণ, ফোন মারফত কথা হয়েছিল অনুব্রতর৷ সিবিআইয়ের তরফে এও দাবি করা হয়েছে, ঘটনার দিন আর তার পরের দিন দু’বার ফোনে কথা হয় এই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত আনারুল হকের৷ কেন কথা হয়েছিল, কী কথা হয়েছিল ফোনে, সেটাই এখন ভাবাচ্ছে সিবিআই আধিকারিকদের৷ সিবিআই আরও নির্দিষ্ট করে বলেছে, ২১ মার্চ রাত ৮.৫০ মিনিটে ও ২২ মার্চ, মোট দু’বার ফোনে কথা হয় অনুব্রত-আনারুলের মধ্যে। সব মিলিয়ে বগটুই কান্ডে এবার অনুব্রত যোগ সামনে আসায় অস্বস্তি যে বাড়ল কেষ্ট মণ্ডলের, মনে করছে ওয়াকিবহল মহল।