TRENDING:

Suvednu Adhikari: তৃণমূল ঘনিষ্ঠদের বাড়ির কাছেই পরীক্ষাকেন্দ্র, টেট মিটতেই বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

Last Updated:

কেন এই ব্যবস্থা? ব্রাত্যর কাছে জানতে চাইলেন শুভেন্দু। আদালতে যাওয়ার ইঙ্গিত। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রবিবার রাজ্য় জুড়ে বহু প্রতীক্ষিত টেট পরীক্ষা সম্পন্ন হয়েছে। বড়সড় কোনও বিশৃঙ্খলার খবর সেভাবে মেলেনি। নিয়োগ দুর্নীতির অভিযোগের মধ্য়েই এবারের টেট ছিল রাজ্য় সরকারের কাছে অগ্নিপরীক্ষা। যদিও টেট পরীক্ষা নিয়ে ফের একবার বড়সড় অভিযোগ তুলে বোমা ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
টেট নিয়ে নতুন অভিযোগ শুভেন্দুর।
টেট নিয়ে নতুন অভিযোগ শুভেন্দুর।
advertisement

তাঁর বিস্ফোরক দাবি, 'নন্দীগ্রামের টেট পরীক্ষার্থীদের পাঠানো হয়েছে হলদিয়া। কাঁথির পরীক্ষার্থীদের যেতে হয়েছে তমলুক। আর তমলুকের পরীক্ষার্থীদের যেতে হয়েছে রামনগরে। তাহলে তৃণমূলের মালদহের এক তৃণমূল বিধায়কের মেয়ে এবং জামাই নিজের গ্রামের স্কুলে কী করে পরীক্ষা দেয়? বাড়ির পাশের স্কুলে কী করে পরীক্ষা কেন্দ্র হয়? তৃণমূল একটা দুর্নীতিগ্রস্ত দল। প্রকৃত মেধাযুক্তদের কোনও দিন চাকরি দেয়নি। আর আগামী দিনেও দেবে না। বাছাই করা স্থানে তৃণমূল ঘনিষ্ঠদের পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করার বিভিন্ন খবর আমাদের কাছে আসছে। আমরা সব নজর রাখছি। সব তথ্য সংগ্রহ করছি। বিচারব্যবস্থা যেভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে এগিয়ে এসেছে, এসব তথ্যও আদালতের হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমাদের।'

advertisement

আরও পড়ুন: তৃণমূলের নজরে মেঘালয়, উত্তর-পূর্ব ভারতে কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়? নজর সকলের

রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 'টেট পরীক্ষা হয়েছে একটা গণ উৎসবের মতো।' রবিবার সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। আরও একধাপ এগিয়ে তিনি বলেন, "একটা 'ধারণা' তৈরি করার চেষ্টা করা হয়েছিল আমাদের দফতর নিয়ে। আশা করি আজকের এই পরীক্ষা একটা বার্তা দেবে তাদের জন্য। শুধু তাই নয় সাধারণ মানুষ ও পরীক্ষার্থীদের জন্যও ইতিবাচক বার্তা দেবে আজকের পরীক্ষা।"

advertisement

রবিবার শিক্ষামন্ত্রী বলেন, "এটা একটা গণ উৎসবের মতো হয়েছে। একটা দল চেষ্টা চালাচ্ছিল যাতে আমাদের পরীক্ষা বানচাল হয়। একদল সত্যি চেষ্টা করেছিল।' কিন্তু যে ভাবে পরীক্ষা সংগঠিত হয়েছে তাতে তাদের কাছেও বার্তা পৌঁছবে বলেই দাবি ব্রাত্য বসুর।

আরও পড়ুন: নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ আবু তাহেরের বাড়িতে কুণাল ঘোষ! আইনি সাহায্যের আশ্বাস মা-কে!

advertisement

একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি খারিজ করে ব্রাত্য বলেন, "কোনও প্রশ্ন ফাঁস হয়নি, কোনও প্রশ্নপত্র লিক হয়নি।" তিনি এও বলেন, "সবাই হয়তো চাকরি পাবেন না। এটা আজ আমাদের একটা প্রাথমিক পদক্ষেপ হল। তবে নিয়োগের বিষয়ে আদালতের হস্তক্ষেপে আমরা যাবতীয় সিদ্ধান্ত নেব।'

ব্রাত্য বসুর এই মন্তব্য প্রসঙ্গেই শিক্ষামন্ত্রীর উদ্দেশে শুভেন্দুর প্রশ্ন, 'আগে উনি পরীক্ষা কেন্দ্র নিয়ে সাধারণ পরীক্ষার্থীদের জন্য এক নিয়ম আর শাসক দলের পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা কেন? এর উত্তর দিন।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পাশাপাশি প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগেও সরব হয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'পিসি ভাইপোর জন্য রাস্তায় ট্রাফিক পুলিশের  বিশেষ ব্যবস্থা থাকলেও রবিবার লক্ষ লক্ষ টেট পরীক্ষার্থীদের জন্য রাস্তায় কোনও ট্রাফিক পুলিশি ব্যবস্থা ছিল না।' এর জেরে অনেক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছতেই পারেননি বলে দাবি বিরোধী দলনেতার।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvednu Adhikari: তৃণমূল ঘনিষ্ঠদের বাড়ির কাছেই পরীক্ষাকেন্দ্র, টেট মিটতেই বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল