TRENDING:

Suvendu Adhikari Kunal Ghosh: শুভেন্দুর আর্জি খারিজ! কুণালের মানহানি মামলায় দিতে হবে সশরীরে হাজিরা

Last Updated:

Suvendu Adhikari Kunal Ghosh: আগামী ২২ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ দিল ১৯ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কুণাল ঘোষের মানহানি মামলায় স্বশরীরে শুভেন্দুকে হাজিরা দেওয়ার নির্দেশ দিল আদালত। আগামী ২২ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ দিল ১৯ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। অভিযোগ, শুভেন্দু অধিকারী ত্যাজ্যপুত্র বলেছিলেন কুণাল ঘোষকে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মানহানির মামলা করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এমনটাই জানিয়েছেন, কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী।
শুভেন্দুর আর্জি খারিজ!
শুভেন্দুর আর্জি খারিজ!
advertisement

এই মামলার পরিপ্রেক্ষিতে পিটিশন জমা দেয় শুভেন্দু অধিকারীর আইনজীবীরা। তাঁরা উল্লেখ করেন, "শুভেন্দুর বাড়ি কাঁথিতে। ওখান থেকে কলকাতার এই আদালতে এসে ব্যক্তিগত হাজিরা রদ করুন। ওঁর পরিবর্তে হাজির থাকবেন সংশ্লিষ্ট আইনজীবীরা। অন্যদিকে শুনানিতে কুণালের আইনজীবী উল্লেখ করেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। ওঁর পিটিশনে উল্লেখ রয়েছে যে ওঁর অফিস বিধানসভায়। আর সেখান থেকে আদালতের দূরত্ব সামান্যই। তাই কাঁথির প্রসঙ্গ আসে না। গত তিন দিনের সওয়াল জবাবের পরে আজ নির্দেশ কপি আসে। সেখানেই ২২ সেপ্টেম্বর হাজির থাকতে বলা হয়েছে শুভেন্দু অধিকারীকে।"

advertisement

আরও পড়ুন: ৩ বছর অতিক্রান্ত! এখনও শেষ হল না বউবাজারের কাজ, হতাশার অন্ধকারে বাসিন্দারা

১৯ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানির পর অর্ডার রিজার্ভ রেখেছিলেন বিচারপতি। এবার অর্ডার দিয়েছেন। সূত্রের খবর, শুভেন্দু আইনজীবীদের বড় টিম এনে লড়েন এই মামলা। পিটিশন করেন ওঁর বাড়ি কাঁথি এই মর্মে। কলকাতা থেকে দূরত্ব অনেক তাই সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে ওকে ব্যক্তিগত হাজিরা থেকে ছাড় দেওয়া হোক বলে আদালতে আবেদন করেন শুভেন্দুর আইনজীবীরা।

advertisement

আরও পড়ুন: দু-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ ও বৃষ্টিপাত দক্ষিণের দুই জেলায়! ঝড়-বৃষ্টি উত্তরবঙ্গের জেলায় জেলায়! জানুন রাজ্যের আবহাওয়া আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন ওঁর পিটিশনে লেখা, "উনি বিরোধী দলনেতা, বিধানসভায় বসেন। উনি রাজনীতির জন্য সারা বাংলা ঘোরেন। তাহলে বিরোধী দলনেতার অফিস তো আদালত থেকে তিনশো মিটার দূরে। ওখানে এলে কোর্টে আসবেন না কেন? কোর্টকে গুরুত্ব না দেওয়ার প্রবণতা ঠিক নয়।" এরপর কোর্ট তার নির্দেশে শুভেন্দুর পিটিশন খারিজ করে ২২ সেপ্টেম্বর সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari Kunal Ghosh: শুভেন্দুর আর্জি খারিজ! কুণালের মানহানি মামলায় দিতে হবে সশরীরে হাজিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল