আগামী এক বছর বিরোধী দলনেতার অফিসে গ্রুপ ডি পদে কাজ করবেন তাঁরা। ইতিমধ্যেই অ্যাটেন্ডেন্ট হিসাবে কাজে যোগ দিয়েছেন দু’জনই। শুভেন্দু অধিকারীর ভূমিকায় খুশি দুই পরিবারই। নিয়ম অনুযায়ী, এক বছর পর এই দুজনেরই চাকরি স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘শুধুমাত্র বিজেপি কর্মী, নেতা সমর্থকরাই নয়, যেখানেই সাধারণ মানুষ অত্যাচারিত ও বঞ্চিত হবে তাদের পাশে থাকবে বিজেপি। বিগত দিনেও এই ভূমিকা পালন করেছে বিজেপি। আগামী দিনেও করবে।’’
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেও শুভেন্দু বলেন, ‘‘ময়নায় বিজেপি কর্মী বিজয় কৃষ্ণ ভুঁইয়া তৃণমূলের হাতে রাজনৈতিক খুনের শিকার হয়েছেন। আমরা তাঁর পরিবারের পাশে প্রথম দিন থেকেই আছি। কিন্তু কালিয়াগঞ্জের রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনকে পুলিশ খুন করলেও সরকার অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা তো নেয়ইনি, রাজবংশী ওই পরিবারের পাশেও থাকেনি।’’
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য বিষ্ণু বর্মনের ভাই মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। অভিযুক্ত কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেনের চালানো গুলিতে মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয়ের বলে অভিযোগ। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে নৃশংসভাবে খুনের অভিযোগেও তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী