TRENDING:

Suvendu Adhikari | bjp: কেবলমাত্র পরিবারের পাশে থাকার আশ্বাসই নয়! বড় কাজ করলেন শুভেন্দু অধিকারী

Last Updated:

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য বিষ্ণু বর্মনের ভাই মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। অভিযুক্ত কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেনের চালানো গুলিতে মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয়ের বলে অভিযোগ। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে নৃশংসভাবে খুনের অভিযোগেও তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মানবিক উদ্যোগ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কথা রাখলেন। কালিয়াগঞ্জে রাজবংশী সম্প্রদায়ভুক্ত নাগরিক এবং ময়নায় দলীয় কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁদের পরিবারের সাথে সাক্ষাৎ করে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তিনি। অবশেষে কালিয়াগঞ্জে নিহত মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রী গৌরী বর্মন এবং ময়নায় নিহত বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়ার ছেলে প্রসেনজিৎ ভুঁইয়াকে বিধানসভায় চাকরি দিলেন শুভেন্দু।
advertisement

আগামী এক বছর বিরোধী দলনেতার অফিসে গ্রুপ ডি পদে কাজ করবেন তাঁরা। ইতিমধ্যেই অ্যাটেন্ডেন্ট হিসাবে কাজে যোগ দিয়েছেন দু’জনই। শুভেন্দু অধিকারীর ভূমিকায় খুশি দুই পরিবারই। নিয়ম অনুযায়ী, এক বছর পর এই দুজনেরই চাকরি স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘শুধুমাত্র বিজেপি কর্মী, নেতা সমর্থকরাই নয়, যেখানেই সাধারণ মানুষ অত্যাচারিত ও বঞ্চিত হবে তাদের পাশে থাকবে বিজেপি। বিগত দিনেও এই ভূমিকা পালন করেছে বিজেপি। আগামী দিনেও করবে।’’

advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেও শুভেন্দু বলেন, ‘‘ময়নায় বিজেপি কর্মী বিজয় কৃষ্ণ ভুঁইয়া তৃণমূলের হাতে রাজনৈতিক খুনের শিকার হয়েছেন। আমরা তাঁর পরিবারের পাশে প্রথম দিন থেকেই আছি। কিন্তু কালিয়াগঞ্জের রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনকে পুলিশ খুন করলেও সরকার অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা তো নেয়ইনি, রাজবংশী ওই পরিবারের পাশেও থাকেনি।’’

advertisement

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য বিষ্ণু বর্মনের ভাই মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। অভিযুক্ত কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেনের চালানো গুলিতে মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয়ের বলে অভিযোগ। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে নৃশংসভাবে খুনের অভিযোগেও তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভেঙ্কটেশ্বর লাহিড়ী

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari | bjp: কেবলমাত্র পরিবারের পাশে থাকার আশ্বাসই নয়! বড় কাজ করলেন শুভেন্দু অধিকারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল