কর্মসূচি বাতিল হওয়ার পরেই এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পুলিশ এবং প্রশাসনকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পোস্টে লেখেন, এই প্রথম নয়, এর আগেও তাঁকে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে প্রশাসন বাধা দিয়েছে৷ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে আদালতের শরণাপন্নও হয়েছেন তিনি৷ রামপুরহাটের এই ঘটনার ক্ষেত্রেও শুভেন্দু আদালতের দ্বারস্থ হয়ে খুব তাড়াতাড়িই রামপুরহাটে যাবেন বলে জানিয়েছেন নিজের পোস্টে৷
advertisement
আরও পড়ুন: ‘সংযত আচরণ করুন,’ শুভেন্দু অধিকারীর নিগ্রহের অভিযোগে বিবৃতি স্পিকারের
বিজেপিকে ভোট দেওয়ার কারণে নাগরিক পরিষেবা থেকে বঞ্চনার অভিযোগের পাশাপাশি, পুলিশকে সঙ্গে নিয়ে ভোট পরবর্তী অশান্তির অভিযোগ, বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো সহ নানা অভিযোগকে সামনে রেখে জেলা বিজেপির ডাকে ধরনা আন্দোলন কর্মসূচিতে বৃহস্পতিবার বিকেলে রামপুরহাটে উপস্থিত হওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর।
কিন্তু যেহেতু পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি, তাই শুভেন্দু অধিকারী সেই কর্মসূচিতে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় পুলিশের তরফে অনুমতি না নেওয়ার পাশাপাশি দলের তরফ থেকে যে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল সেই নথিও তুলে ধরে সরব হন শুভেন্দু।