TRENDING:

Suvendu Adhikari: মিড ডে মিলের টাকায় 'দুয়ারে সরকার' ক্যাম্প! ফের বড় দুর্নীতির 'হদিশ' শুভেন্দু অধিকারীর

Last Updated:

রাজ্য সরকারের বিরুদ্ধে এবার আরও এক নয়া অভিযোগের বোমা ফাটালেন শুভেন্দু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্য সরকারের বিরুদ্ধে এবার আরও এক নয়া অভিযোগের বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রের পাঠানো মিড ডে মিলের টাকায় 'দুয়ারে সরকার' ক্যাম্প করার বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ধর্মেন্দ্র প্রধানকে নালিশ শুভেন্দু অধিকারীর।
ধর্মেন্দ্র প্রধানকে নালিশ শুভেন্দু অধিকারীর।
advertisement

তাঁর দাবি, 'দু'বছর করোনার সময় প্রাইমারি ও হাই স্কুলগুলো সব বন্ধ ছিল। সেই সময় মিড ডে মিলের চালের টাকার ফান্ড 'ডাইভার্সন' করা হয়েছে। ৯  কোটি ৫৬ লক্ষ কেজি চাল এবং স্যানিটাইজার মাস্ক কেনার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। মিড ডে মিলের অ্যাকাউন্ট একটা নোডাল সেপারেট অ্যাকাউন্ট। যার ১০০% টাকা ভারত সরকারের। এই টাকা যখন পড়ে থাকে সেই টাকার একটা সুদ হয়। সেই সুদের টাকায় ২০২০  এবং ২০২২ এই দুই সালে দুয়ারে সরকার ক্যাম্প, নীল সাদা মঞ্চ, মিড ডে মিলের চালের টাকার ইন্টারেস্ট থেকে সব খরচ মেটানো  হয়েছে। যা পুরোপুরি বেআইনি। কোন অ্যাকাউন্ট থেকে দুয়ারে সরকার ক্যাম্প সহ অন্যান্য খাতে খরচ করা হয়েছে  সেই অ্যাকাউন্ট নাম্বার সব সমস্ত তথ্য দিয়ে কেন্দ্রকে জানিয়েছি'।

advertisement

আরও পড়ুন: কলকাতায় চিকেন পক্সে আক্রান্তের মৃত্যু, এক মাসে এ নিয়ে ৬ জন!

শনিবার পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ব্যারাকপুর সাংগঠনিক জেলার অঞ্চল সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী আরও বলেন, 'মিড ডে মিল নিয়ে আমার সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কথা হয়েছে। তিনি জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই রাজ্যে মিড ডে মিল সংক্রান্ত নানান বিষয় খতিয়ে দেখতে দিল্লি থেকে যে প্রতিনিধি দল আসছে সেই টিম সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে। এরপর দু'বছর করোনার সময় স্কুল বন্ধ থাকাকালীন মিড ডে মিলের চাল নিয়ে রাজ্য সরকার তথা শাসক দলের নেতারা যে দুর্নীতি করেছে সে ব্যাপারেও অডিট টিম পাঠিয়ে অনুসন্ধান করবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।'

advertisement

আরও পড়ুন: কোথাও বৃষ্টি-কোথাও তুষারপাত, কলকাতাতেও শীতের নয়া রেকর্ড! আবহাওয়ার বড় আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

প্রসঙ্গত, এবার রাজ্যের মিড ডে মিল নিয়ে নজরদারিতে আসছে কেন্দ্রীয় দল। চলতি মাসেই  কেন্দ্রীয় অনুসন্ধানকারী দল রাজ্যে আসছে। সূত্রের খবর, ইতিমধ্যেই সে ব্যাপারে চিঠিও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক পাঠিয়েছে রাজ্যকে। প্রথমত, মিড ডে মিলের জন্য যে অর্থ  রাজ্য থেকে স্কুলগুলিতে বরাদ্দ হচ্ছে, তা কতটা কার্যকরী হচ্ছে সেটাই খতিয়ে দেখবে পরিদর্শনকারী দল। পাশাপাশি, মিড ডে মিলের চাল দুর্নীতির অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সুদের টাকায় দুয়ারে সরকার ক্যাম্প সংক্রান্ত শুভেন্দু অধিকারীর যে বিস্ফোরক  দাবি সে ব্যাপারেও শীঘ্রই রাজ্যে আসবে অডিট টিম বলে শনিবারের শ্যামনগরের সভামঞ্চ থেকেই তা প্রকাশ্যে ঘোষণা করে শুভেন্দু অধিকারী বলেন, 'অপেক্ষা করুন, একে একে সব দুর্নীতির পর্দাফাঁস হবে। ধরা সব পড়বেই '।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: মিড ডে মিলের টাকায় 'দুয়ারে সরকার' ক্যাম্প! ফের বড় দুর্নীতির 'হদিশ' শুভেন্দু অধিকারীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল