TRENDING:

Suvendu Adhikari: সবথেকে বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে! বোমা ফাটালেন শুভেন্দু

Last Updated:

এ দিন অবশ্য শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ভোটে জিতেই রাজ্যে সরকার গড়বে বিজেপি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গত কয়েক মাসে বার বার তাঁর মুখে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার ইঙ্গিত ছিল৷ এমন কি, ডিসেম্বর মাসে সরকার পতনের ইঙ্গিতও দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
ডিসেম্বর নিয়ে ফের চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর৷
ডিসেম্বর নিয়ে ফের চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর৷
advertisement

এবার আরও বড় বোমা ফাটালেন বিরোধী দলনেতা৷ শুভেন্দু অধিকারীর দাবি, ডিসেম্বর মাসেই রাজ্যের সবথেকে বড় চোর ধরা পড়বে! বিরোধী দলনেতার এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে ফের একবার তুমুল জল্পনা ছড়িয়েছে৷

আরও পড়ুন: সার নিয়ে তুলকালাম বিধানসভায়, শুভেন্দুর কথায় তীব্র প্রতিবাদ, সতর্ক করলেন স্পিকার

এ দিন অবশ্য শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ভোটে জিতেই রাজ্যে সরকার গড়বে বিজেপি৷ এ দিন কলকাতায় শুভেন্দু অধিকারীকে সাংবাদিকর প্রশ্ন করেন, ডিসেম্বরে কী ঘটতে পারে? জবাবে বিরোধী দলনেতা বলেন, 'আমরা বলছি, বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে৷ আমরা বলছি, এই রাজ্যের সবথেকে বড় চোর যে, তিনি জেলে যাবেন৷ তবে আমরা বিধায়ক ভাঙিয়ে সরকার গড়ব না৷ আমরা ভোটে জিতেই সরকার গড়ব৷' যদিও কাকে উদ্দেশ করে তিনি 'বড় চোর' বলে কটাক্ষ করছেন, সে বিষয়ে কোনও মন্তব্যই করেন বিরোধী দলনেতা৷

advertisement

শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে হাতিয়ার করে ফের একবার বিজেপি-র সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির যোগসাজশের অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস৷ দলের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষের জবাব, শুভেন্দু অধিকারীর এই ভবিষ্যদ্বাণীর পর সত্যিই ডিসেম্বর মাসে বড় কিছু ঘটলে প্রমাণিত হবে যে বিজেপি-র কথাতেই চলছে কেন্দ্রীয় এজেন্সিগুলি৷

আরও পড়ুন: রাজ্য়পাল হওয়ার আগেও সি ভি আনন্দের বঙ্গীয় যোগ, জোর জল্পনা

advertisement

কুণাল ঘোষ আরও বলেন, 'শুভেন্দু অধিকারী ক্রমশ পিছু হটছেন৷ কয়েকদিন আগে বলেছিলেন ডিসেম্বরেই সরকার গড়ব৷ এখন বলছে, ভোটে জিতেই সরকার গড়ব৷ দয়া করছে নাকি?'

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তবে একা শুভেন্দু অধিকারী নন, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলদের পর তৃণমূলের আরও একাধিক শীর্ষ নেতাকে যে দুর্নীতির দায়ে জেলে যেতে হবে, এমন মন্তব্য বার বার শোনা গিয়েছে বিজেপি-র শীর্ষ নেতাদের মুখে৷ আবার বিজেপি নেতাদের এই দাবি শুনে শাসক দল তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, আগে ভাগে এমন দাবি কী করে করছেন বিজেপি নেতারা?

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: সবথেকে বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে! বোমা ফাটালেন শুভেন্দু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল