প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় গত সপ্তাহেই মৃত্যু হয় ইসরাফিল খান নামের জনৈক ব্যক্তির। এই মৃত্যুর ঘটনার তদন্তভার এই মুহূর্তে সিআইডি-র হাতে। সোমবার সেই সূত্রেই চণ্ডীপুর পৌঁছন সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা।
advertisement
চণ্ডীপুর থানায় যাওয়ার পাশাপাশি সিআইডি টিম ঘটনাস্থল ঘুরে দেখেন। সেখানে রাস্তার পাশে থাকা চায়ের দোকানদার-সহ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন তদন্তকারী অফিসাররা। এরপরে দুর্ঘটনায় নিহত ইসরাফিল খানের বাড়িতে গিয়ে তাঁর বাবা সহ বাড়ির লোকেদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগের তদন্তভার সিআইডি হাতে নিতেই এই ঘটনায় যাবতীয় নথি সিআইডিকে হস্তান্তর করা হয়েছে বলে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় মৃতের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী।
এই ঘটনায় শনিবারই বিরোধী দলেনেতাকে বিবেকহীন বলে আক্রমণ করে মুর্শিদাবাদের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কনভয়ের ধাক্কায় একজনকে আহত হতে দেখেও তাঁকে হাসপাতালে না নিয়ে গিয়ে চলে যান শুভেন্দু অধিকারী। পাল্টা হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা বলেন, যেখানে মৃত্যু হবে খবর দিন, দেহ নিয়ে কালীঘাটের গলিতে আসব।
প্রতিবেদন : অর্ণব হাজরা ও সুজিত ভৌমিক