পঞ্চায়েতের সংরক্ষণ তালিকা নিয়ে গোঁজামিলের অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। সমীক্ষার ভিত্তিতে অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ নিয়ে আপত্তি জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'কমিশনে এ বিষয়ে বিজেপি আপত্তি জানাবে। মীমাংসা না হলে, আদালতেও যেতে পারে বিজেপি।' এদিন সৌমিত্র খাঁ-র বিস্ফোরক মন্তব্য ও দলীয় বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খোলাকে সমর্থন করেননি শুভেন্দু অধিকারী। তবে সৌমিত্র খাঁ-কে 'ভাই' বলে সম্বোধন করেন শুভেন্দু।
advertisement
কংগ্রেসের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় সম্পর্কে স্পিকারের মূল্যায়ন নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন শুভেন্দু অধিকারী। তবে, প্রয়াত মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার পরিচালনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, একজন প্রয়াত মুখ্যমন্ত্রীর জন্মদিনে তার কাজের মূল্যায়ন করা ঠিক নয়। যেভাবেই হোক তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। তবে, তাঁর অনেক কাজকে সমর্থন করি না।
আরও পড়ুন: সৌমিত্রর 'বিস্ফোরক' বাণীতে পদ্মে শোরগোল! এখনও ‘চুপ’ সুকান্ত! সৌমিত্রর পাশে রাজু, অনুপম
অন্যান্য সরকারি অনুষ্ঠান ও প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন পালনের অনুষ্ঠানে হাজির না থাকা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "ওঁর কাছে প্রোটোকল শিখব না।" শুভেন্দু অধিকারীর অভিযোগ, "বিজয়া সম্মিলনীর জন্য বিধানসভায় হলের অনুমোদন দিতে শর্ত দিয়েছিলেন স্পিকার। অথচ, সেই হলেই কিছুদিন আগে ইডির তলব পাওয়া তৃণমূলের কয়েকজন মন্ত্রী ও বিধায়ক বৈঠক ও সাংবাদিক সম্মেলন করার অনুমতি পেয়েছিলেন। আগে, এই বৈষম্য দূর করুন, তারপর একসঙ্গে অনুষ্ঠানে যাব।"
অরূপ দত্ত