জবাব-পত্রে লেখা হয়েছে, তিনি ট্যুইটে কারও নাম উল্লেখ করেননি। কয়লা ভাইপোর ছেলে বলতে কমিশন কাকে বোঝাতে চাইছে? কমিশনের শোকজ নোটিশ প্রত্যাহার করার কথাও বলা হয়েছে চিঠিতে।
আরও পড়ুন: এসএসসি দুর্নীতি কাণ্ডে বড় পদক্ষেপ সিবিআই-এর! চাকরি প্রাপকদের তলব, তুঙ্গে আলোড়ন
ট্যুইটে 'কয়লা ভাইপো'র তিন বছরের ছেলের জন্মদিন বলেও কোথাও উল্লেখ করেননি শুভেন্দু অধিকারী। দাবি শুভেন্দুর আইনজীবীর। শুভেন্দু অধিকারীর হয়ে শিশু সুরক্ষা কমিশনের শোকজের জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী।
advertisement
আরও পড়ুন: নিম্নচাপ ঘনাচ্ছে বঙ্গোপসাগরে, সমতলে হু হু করে কমছে তাপমাত্রা, রইল লেটেস্ট আপডেট
গত ১৩ নভেম্বর ট্যুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। চলতি মাসে ১৮ নভেম্বর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেই ট্যুইটের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকে শোকজ করে শিশু সুরক্ষা-অধিকার কমিশন। সেই ট্যুইটে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, কলকাতার একটি অভিজাত হোটেলে 'কয়লা ভাইপো'র ছেলের জন্মদিন উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল সেই হোটেল। ৫০০ পুলিশ কর্মী, ডগ স্কোয়াড, বোম্ব স্কোয়াড, মেটাল ডিটেক্টর সেদিন বসানো হয়েছিল হোটেলে।